X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গলে অপেক্ষায় অন্য মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (গল) থেকে
০৬ মার্চ ২০১৭, ২০:২০আপডেট : ০৬ মার্চ ২০১৭, ২০:২০

মুশফিক সচরাচর টেস্টে ছয় নম্বরে ব্যাট করেন মুশফিকুর রহিম। আর উইকেটের পেছনেই দেখা যায় তাকে। কিন্তু গলে টেস্টে এবার অধিনায়ককে দেখা যাবে অচেনা রূপে।

পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫২টি টেস্ট খেলেছেন মুশফিক। যার একটিতে মাত্র চার নম্বরে ব্যাটিং করেছেন তিনি। বাকি সব ম্যাচের ৫ থেকে ৮ নম্বরে পর্যন্ত ব্যাটিং করেছেন। যদিও ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই তিনি ছিলেন ৬ নম্বরে। এবার গল টেস্টে তাকে নামতে হবে চার নম্বরে। অচেনা পজিশনে নামার অপেক্ষায় আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

বিমর্ষ মুখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক। বিষয়টি অজানা নয় কারোই। তিনটি দায়িত্ব থেকে এরই মধ্যে মুশফিকের কাছ থেকে একটি কেড়ে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। মূলত তার কাছ থেকে ব্যাটিংয়ে আরও ভালো পারফর্ম পেতেই উইকেটের পেছনে লিটনকে দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।

সেই সঙ্গে ছয় নম্বর থেকে মুশফিককে উঠিয়ে চার নম্বরে নিয়ে যাওয়া হচ্ছে। পুরো ক্যারিয়ারে মাত্র একবারই

চার নম্বরে ব্যাটিং করেছেন মুশফিক। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চার নম্বরে ব্যাটিং নেমেছিলেন মুশফিক।

চার নম্বরে ব্যাটিংয়ে নামা নিয়ে প্রস্তুত মুশফিক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সম্ভবত আমি বিশেষজ্ঞ একজন ব্যাটসম্যান হিসেবে চার নম্বরে ব্যাটিং করব। আশা করি দলের চাহিদা অনুযায়ী সেরা পারফরম্যান্সই দিতে পারব।’

গ্লাভস ছাড়া মঙ্গলবার পঞ্চমবারের মতো মাঠে নামবেন মুশফিক। ক্যারিয়ারের শুরুতে খালেদ মাসুদের ছায়াতে প্রথম দুই ম্যাচ ব্যাটসম্যান হিসেবে খেললেও মাঝের তিন ম্যাচ ইনজুরির কারণে কিপিং করতে পারেননি তিনি। ক্যারিয়ারে এবারই প্রথম টিম ম্যানেজমেন্টের ইচ্ছার কাছে নিজের পছন্দ বিকিয়ে দিলেন মুশফিক, ‘প্যাড গ্লাভসের সঙ্গে আগে থাকতাম। এখন এগুলো ছাড়া থাকতে হচ্ছে। অবশ্যই ভিন্ন অনুভূতি হবে। কিন্তু দলের জন্য যেটা করা দরকার সেটা করব। কিপিং, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যাই করি না কেন অবশ্যই আমাকে অবদান রাখতে হবে। ভালো করতে হবে।’

কিপিং ছাড়াতে চাপমুক্ত হয়ে ব্যাটিং করার সুযোগ থাকছে। বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে মুশফিক বলেছেন, ‘আমি বারবার বলে এসেছি কিপিং সব সময় আমাকে সাহায্য করে। আমি উইকেটের পেছন থেকে বুঝতে পারতাম উইকেটে কী ধরনের আচরণ হচ্ছে। এটা আমার ব্যাটিংয়ে অনেক সাহায্য করত। এবার একটু ভিন্ন অনুভূতি হবে। তারপরও আমি অনেক খুশি। চেষ্টা করব চারে খেলে যতটুকু সম্ভব অবদান রাখার।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সুন্দরবনে আগুন
সুন্দরবনে আগুন
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ