X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

অস্থিরতা কমায় ঘনিষ্ঠ বন্ধুদের কমেন্ট

দায়িদ হাসান মিলন
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩০

ঘনিষ্ঠ বন্ধুর কমেন্ট উপকারী

ফেসবুকে ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে আসা মাসে মাত্র ৬০টা কমেন্ট যেকারও জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। সে হিসেবে প্রিয় মানুষদের কাছ থেকে প্রাপ্ত প্রতিদিন মাত্র দুটি কমেন্ট -এর কারণে ফেসবুক ব্যবহারকারীর মানসিক অস্থিরতা কমে যায়। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য মিলেছে।

পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের হিউম্যান কম্পিউটার ইন্টার‌্যাকশান ইন্সটিটিউটের অধ্যাপক রবার্ট ক্রাউট এ গবেষণাটি পরিচালনা করেন। ক্রাউট বলেন, ফেসবুকে আপনি পছন্দের কারও সঙ্গে যখন গভীর কোনও বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তখন সেই আলোচনা আপনার মনকে ভালো করে দেবে। শুধু ফেসবুকে নয়, সামনাসামনি আলোচনা করলেও এমনটা হয়ে থাকে বলে মন্তব্য করেন তিনি।

সময়ের সঙ্গে সঙ্গে মেজাজ ও আচরণের পরিবর্তন বিবেচনা করে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছান। তারা দেখেছেন, সংকটপূর্ণ মুহূর্তে মানুষ ফেসবুকে তার ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলার মাধ্যমে নিজের মধ্যে থাকা অতিরিক্ত চাপ, একাকীত্ব এবং হতাশা দূর করে। এসময় অন্যের কাছ থেকে পাওয়া যেকোনও ইতিবাচক মন্তব্য তাকে আশাবাদী করে তোলে।

এ সম্পর্কে গবেষকরা বলছেন, কাউকে ভালো রাখার জন্য কিংবা আশাবাদী করে তোলার জন্য অনেক বেশি কথাবার্তা বলতে হবে ব্যাপারটা সেরকম নয়। এমনও হতে পারে যে, মাত্র একটি বাক্যের মাধ্যমেই কাউকে অতিরিক্ত চাপ থেকে মুক্তি দেওয়া যায়।

গবেষণা থেকে যে ফল আসে তার সারমর্ম হলো, যারা মানসিকভাবে কিছুটা খারাপ অবস্থায় থাকে তারা ফেসবুকে বেশি সময় ব্যয় করে। কারণ তারা জানে এর মাধ্যমে তাদের মন ভালো হবে।

এই গবেষণাটি কম্পিউটার-মেডিয়েটেড কমিউনিকেশন জার্নালে প্রকাশিত হয়। মোট ৯১টি দেশের ১ হাজার ৯১০ জন ফেসবুক ব্যবহারকারী নিয়ে এ গবেষণা কাজটি পরিচালনা করা হয়। সেখানে প্রত্যেককে তিন মাসের জন্য পর্যবেক্ষণের আওতায় রাখে গবেষকরা।

উল্লেখ্য, এই গবেষণার ফল, এ সম্পর্কিত অন্যান্য অনেক গবেষণার ফল থেকে একেবারেই আলাদা। অন্যান্য গবেষণার ফলে দেখা যায়, ফেসবুক ব্যবহারের ফলে মানুষ অনেক বেশি একা হয়ে যায়। কেউ কেউ আবার হতাশায় ভোগে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

অারও পড়তে পারেন: ফেসবুকে হয়রানি: প্রতিকার মিলবে যেভাবে

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ