X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

স্পেস অ্যাপস নিয়ে প্রতিযোগিতা

রুশো রহমান
১১ জানুয়ারি ২০১৭, ১৭:৪৯আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৭:৪৯

অ্যাপস তৈরির প্রতিযোগিতা প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে বিজ্ঞানের সংশ্লিষ্টতা দৈনন্দিন জীবনে এক অবিস্মরণীয় গতির সঞ্চার করেছে। তবুও শিশুদের পাঠ্যপুস্তকের ভাঁজে কোথায় যেন ভীতির মোড়কে আটকে আছে বিজ্ঞান। শিশুমনে বাড়ির কাজ, পরীক্ষা, রেজাল্টের চাপে পড়ে নিত্য হারিয়ে যাচ্ছে বিজ্ঞানের আনন্দটুকু। তাই বইয়ের পৃষ্ঠা থেকে বেরিয়ে বিজ্ঞানের আনন্দটুকু উপভোগ করা আজ নিতান্তই সময়ের অভাব বটে। সেই অভাব মেটাতে স্পেস অ্যাপস নেক্সট জেন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা হলো ৩৬ ঘন্টার একটি হ্যাকাথন যা পরিচালনায় সহায়তা করে যুক্তরাস্ট্রের প্রতিষ্ঠান সেকেন্ড মিউজ।
এই প্রতিযোগিতার আয়োজক সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং বাংলাদেশ ইনোভেশন ফোরাম। রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জানুয়ারির ২৭ ও ২৮ তারিখে ৩৬ ঘণ্টার হ্যাকাথন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সব স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা ডেটা ডাইভ, সেন্সর ইয়োরসেলফ, স্পেস ইনভেডারসসহ যেকোনও আইডিয়া প্রজেক্ট জমা দিতে পারবে। প্রতিটি দলে ২-৪ জন শিক্ষার্থীর সমন্বয়ে কাজ করতে হবে। পরবর্তীতে অভিজ্ঞ মেন্টর প্যানেলের সিদ্ধান্তে ৫০টি দল চূড়ান্ত পর্বে তাদের দক্ষতার প্রমাণ দেখানোর সুযোগ পাবেন।

প্রতিটি দলে একজন সমন্বয়ক বা পরামর্শদাতা থাকবেন, যিনি কারিগরি সহযোগিতা, দিক নির্দেশনা তথা দলের সার্বিক সহযোগিতায় থাকতে পারবেন। তিন বিভাগ থেকে জয়ী প্রতিটি দলকে আয়োজকদের পক্ষ থেকে সনদ ও পুরস্কার দেওয়া হবে। জয়ী প্রতিটি দল পরবর্তীতে ৫টি দেশে আয়োজিত এই হ্যাকাথনের বিজয়ীদের সঙ্গে তাদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। সর্বশেষ চূড়ান্ত বিজয়ীদের স্পেস অ্যাপস নেক্সট জেন, সেকেন্ড মিউজের ওয়াশিংটন ডিসির প্রধান কার্যালয় থেকে সনদ ও পুরস্কার দেওয়া হবে।

রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদন পাঠানোর ঠিকানা-www.bif.org.bd

এছাড়া প্রজেক্টের নাম, প্রতিযোগীদের নাম (টিম প্রধান উল্লেখ করে), প্রজেক্টের সংক্ষেপ বিবরণ, শিক্ষক/ অভিভাবকের নাম, মোবাইল নম্বর, ই-মেইল লিখে পাঠানো যাবে বেসিস, ৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা এই ঠিকানায়।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত