X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রথম মেশিন লার্নিং সম্মেলন সোমবার

রুশো রহমান
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৭





গুগল ডেভেলপার গ্রুপ দেশের প্রথম মেশিন লার্নিং সম্মেলন অনুষ্ঠিত হবে সোমবার।


সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, গুগলের বাংলাদেশ কমিউনিটি গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ও প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম মেশিন লার্নিং সম্মেলন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে চার ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হবে ডেভেলপার সামিট, যেখানে উপস্থিত থাকবেন দেশের মেশিন লার্নিং ডেভেলপার, আইসিটি বিভাগের কর্মকর্তা এবং টেলিকম প্রতিষ্ঠানের কর্মকর্তারা, যাদের মাধ্যমে মেশিন লার্নিং -এর অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসিস সভাপতি মোস্তফা জব্বার। এছাড়া আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হারুনুর রশিদ এবং এলআইসিটি প্রকল্পের লিডার সামি আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জিডিজি ঢাকা।
গুগল ডেভলপার গ্রুপের ব্যবস্থাপক রাখশান্দা রুখাম বলেন, মেশিন লার্নিং ভবিষ্যতের প্রযুক্তি। আমরা চাই বাংলাদেশের স্টার্টআপ, ডেভেলপার কোম্পানিগুলো যাতে আগেই থেকে তৈরি থাকে। এই প্রযুক্তি গ্রহণ এবং ব্যবহার করে ক্যারিয়ার গঠনে তাদের সহায়ক হবে।
গুগল ব্রেন টিম প্রথম টেনসর ফ্লো ডেভেলপ করেছিল গুগল -এর রিসার্চ এবং প্রডাকশন কাজের জন্য। বর্তমানে এটি পৃথিবীর বহুল ব্যবহৃত মেশিন লার্নিং টুল। গুগলের সব পণ্যের পেছনেই আছে টেনসর ফলো -এর ব্যবহার। মেশিন লার্নিং বর্তমানে ডেভেলপার, ফ্রিল্যান্সার, স্টার্টআপ এবং ডেভেলপমেন্ট এজেন্সিগুলোর জন্য এক অবারিত সুযোগ। কিন্তু এর প্রসার এখনও বাংলাদেশে তেমনভাবে হয়নি। তাই এটি সম্পর্কে সবাইকে বিস্তারিতভাবে জানানো গেলে তথ্যপ্রযুক্তি খাতে অনেক উন্নতি করা সম্ভব।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউ থেকে সামিটের লাইভ স্ট্রিমিং, টেকটক সেশন, মেশিন লার্নিং প্রোজেক্ট শোকেসিং, বাংলাদেশি ডেভেলপার এবং স্টার্টআপদের সঙ্গে মেশিন লার্নিং -এর ভবিষ্যৎ সুযোগ নিয়ে আলোচনা থাকবে। অনুষ্ঠানে অংশ নিতে নিচের লিংকে গিয়ে প্রথমে নিবন্ধন করতে হবে। লিংকের ঠিকানা http://bit.ly/tensorflowbd এছাড়া ফেসবুক ইভেন্ট পেজ হলো
https://www.facebook.com/events/752481361599873/ 

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা