X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘তথ্য-প্রযুক্তিতে বাংলার ব্যবহার ও প্রয়োগ সর্বজনীন নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৭, ২২:৫৭আপডেট : ২০ জুন ২০১৭, ২২:৫৭

‘বিশ্বের প্রায় ৩৫ কোটি লোক বর্তমানে বাংলা ভাষায় কথা বলে। কিন্তু এখনও ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার ও প্রয়োগ সর্বজনীন নয়। এজন্য সরকার, গবেষক, প্রযুক্তি ও ভাষাবিদদের একযোগে কাজ করা প্রয়োজন।’ মঙ্গলবার ‘তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন।

তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহার : চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার রাজধানীর আইসিটি টাওয়ারে এ সেমিনারের আয়োজন করে সরকারের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প। সারাদিনের মোট তিনটি সেশনে সারাদেশের গবেষক, ভাষাবিদ ও কম্পিউটার প্রকৌশলীরা তাদের বক্তব্য ও পরামর্শ তুলে ধরেন।

সকালে সেমিনারের উদ্বোধন করেন সংসদ সদস্য ও কবি কাজী রোজী। তিনি তথ্য-প্রযুক্তির জগতে বাংলা ভাষাকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে সমম্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পরবর্তী দুইটি কারিগরী সেশন সঞ্চালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার।

দুই সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন- ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান, বিসিসির সাবেক নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দানীউল হক এবং শাবিপ্রবির সহকারী অধ্যাপক সামির ইসমাইল।
প্রবন্ধকাররা তাদের নিবন্ধে বাংলাভাষার উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন টুলস ও সিস্টেমে উন্নয়নের পথের বাধাসমূহ তুলে ধরে সেগুলো কাটিয়ে ওঠার করণীয় ব্যাখ্যা করেন। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, ‘যথাযথভাবে সকলের অংশীদারিত্বের ভিত্তিত্বে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া প্রয়োজন।’

দিনের শুরুতে প্রকল্প পরিচালক জিয়াউদ্দিন আহমেদ জানান, প্রকল্পের আওতায় মোট ১৬টি টুলস উন্নয়ন করা হবে। এগুলো হলো বাংলা করপাস, বাংলা ওসিআর, বাংলা Speech to text এবং Text to Speech, জাতীয় কি-বোর্ডের আধুনিকায়ন, বাংলা স্টাইল গাইড উন্নয়ন, বাংলা ফন্টের ইন্টার অপারেবিলিটি ইঞ্জিন, বাংলা ভাষার জন্য Common Locale Data Repository (CLDR) উন্নয়ন, বাংলা বানান ও ব্যাকরণ পরীক্ষক, বাংলা মেশিন ট্রান্সলেটর উন্নয়ন, স্ক্রিনরিডার সফটওয়্যার, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সফটওয়্যার উন্নয়ন, সেন্টিমেন্ট (ভাব) উন্নয়ন বিশ্লেষণ টুলস, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাভাষীদের জন্য প্রমীত কি-বোর্ড, বাংলা IPA (International Phonetic Alphabet) ফন্ট উন্নয়ন, জনপ্রিয় বাংলা ওয়েবসাইট বিভিন্ন ভাষায় অনুবাদকরণ ও মাল্টি লিংগুয়্যাল কনটেন্ট প্রসেসিং টুলস।

সেমিনার পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক মুনির হাসান।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে