X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পিতা থ্রিডি

হিটলার এ. হালিম
০১ নভেম্বর ২০১৭, ১৪:০২আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ০০:৫৭

পিতা থ্রিডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিতে বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। এরমধ্যে রয়েছে ৭ মার্চের ভাষণ থ্রিডিতে রূপান্তর, অ্যাপস নির্মাণ ও ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি) গেম তৈরি। এজন্য ‘পিতা ৩-ডি’ নামের একটি প্রকল্প গ্রহণ করেছে আইসিটি বিভাগ।
এ বিষয়ে জানতে চাইলে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর সব মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা। তাই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে নানামুখী উদ্যোগ নিয়েছি। জাতির জনককে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘পিতা ৩-ডি’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আমরা বঙ্গবন্ধুর কালজয়ী সেই ভাষণের রঙিন ভার্সন চালু করেছি। এছাড়া, বঙ্গবন্ধুর কর্ম, ত্যাগ ও ভাবনাগুলো দেশে-বিদেশে ছড়িয়ে দিতে আমরা বঙ্গবন্ধু অ্যাপ অবমুক্ত করেছি। কারাগারের রোজনামচাকে ই-বুকে রূপান্তর করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো, প্রযুক্তির মাধ্যমে কিভাবে আরও বেশি করে বঙ্গবন্ধুকে সারাবিশ্বে ছড়িয়ে দেওয়া যায়।’
প্রতিমন্ত্রী জানান, তরুণ প্রজন্মকে জানাতে হবে- কিভাবে বঙ্গবন্ধু ধীরে ধীরে একটি জাতিকে মহান মুক্তিযুদ্ধের জন্য তৈরি করেছিলেন। কিভাবে একটি ভাষণ, একটি আহ্বান এ দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছিল।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’-এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সোমবার (৩০ অক্টোবর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা এক ঘোষণায় এ কথা জানান। ইউনেস্কো তালিকায় ঠাঁই পায় বিশ্বের আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা। এই তালিকার মাধ্যমে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা ও ঐতিহ্য সংরক্ষণ করে।

আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, ‘পিতা ৩-ডি’ প্রকল্পের আওতায় তিনটি গাড়িতে করে স্কুলের শিক্ষার্থীদের ৭ মার্চের ভাষণের থ্রিডি ভার্সন দেখানো হবে। প্রতিটি গাড়িতে একসঙ্গে ৩০ জন শিক্ষার্থী ভাষণটি দেখতে পাবে। আরও জানা গেছে, বঙ্গবন্ধু অ্যাপকে আইওএস প্ল্যাটফর্মে নিয়ে আসারও উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি বিশ্বময় বঙ্গবন্ধুর যে পরিচিতি, সে বিষয়টিকে মাথায় রেখে অ্যাপের একটি ইংরেজি ভার্সন ও বঙ্গবন্ধুকে নিয়ে ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি) গেম নির্মাণেরও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ