X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঢাকায় দু’দিনের ‘সিটিও টেক সামিট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৮, ০৪:৪২আপডেট : ১২ মে ২০১৮, ০৪:৪৪

সিটিও টেক সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

সিটিও ফোরাম বাংলাদেশের উদ্যোগে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের ‘সিটিও টেক সামিট-২০১৮’। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কারিগরি কর্মকর্তাদের (সিটিও) অংশগ্রহণে শুক্রবার (১১ মে) বিকালে ধানমন্ডি ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী।

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার দেশের জনগণকে ডিজিটাল ট্রান্সফরমেশনে সম্পৃক্তকরণে আইসিটি বিভাগের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উদ্যোগগুলো কার্যকর হলে দেশে তথ্যপ্রযুক্তি খাতে সবার অংশগ্রহণ আরও বাড়বে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা এস কে সুর চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমানসহ অনেকে।

সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার অনুষ্ঠানে বলেন, ‘দেশের তথ্যপ্রযুক্তি খাতে কাজ করা কর্মকর্তাদেরকে একটি কমন প্লাটফর্মে আনার জন্যই আমাদের এ আয়োজন। পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তিবিদরা যেন আরও দক্ষতার সাথে সাইবার ঝুঁকি মোকাবিলা করতে পারে সেটাই এই আয়োজনের লক্ষ্য।’

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, সিটিও টেক সামিটের আহ্বায়ক তাহের আহমেদ চৌধুরী। মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আইটি ম্যানেজার মো. আরফে এলাহি মানিক।

আয়োজকরা জানান, মূলত দেশের সিটিওদের মধ্যকার সর্ম্পক আরও জোরদার করাই ‘সিটিও টেক সামিট-২০১৮’ আসরের অন্যতম লক্ষ্য। সামিটটি দেশের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট গণ্যমান্য এবং নীতি-নির্ধারণী ব্যক্তিদের একত্রিত করে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের কমিনিউটি উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে। ইমার্জিং টেকনোলজির সফল ব্যবহার নিশ্চিত করাই এটার লক্ষ্য।

আয়োজনের দ্বিতীয় দিন শনিবারের (১২ মে) কর্মসূচি অনুষ্ঠিত হবে রাজধানীর সোবাহানবাগে ড্যাফোডিল টাওয়ারের ‘মিলনায়তন ৭১’ এ। দ্বিতীয় দিন সাইবার হুমকি, সাইবার নিরাপত্তা, ব্লকচেইন, বিটকয়েন, ই-কর্মাস এবং ডিজিটাল পেমেন্ট বিষয়ক সেমিনার ও কর্মশালায় অনুষ্ঠিত হবে।

আয়োজকরা আরও জানান, ডিজিটাল বাংলাদেশে দেশের প্রায় প্রতিটি খাতেই প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য। আর এই কাজটিকে দক্ষতার সঙ্গে পরিচালনা অর্থাৎ ব্যবসায়িক কাজে প্রযুক্তি প্রয়োগ ব্যবসায়িক উন্নয়ন বা সক্ষমতা বাড়াবার কাজটির পূর্ণ তদারকিতে থাকেন একজন সিটিও। একজন সিটিওকে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তিতে নিজেদের অভ্যস্ততা, সাইবার জগতের সুবিধা এবং প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়। যেহেতু প্রযুক্তি প্রতিনিয়তই পরিবর্তনশীল তাই বিভিন্ন প্রতিষ্ঠানের সিটিওদের নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ব্যক্তি সক্ষমতা বাড়ানো জরুরি। আর এজন্য প্রয়োজন একটি প্লাটর্ফম। সিটিও ফোরাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই প্লাটর্ফম তৈরির কাজটিই করে আসছে।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা