X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পুরো কৃতিত্ব তরুণদের: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ১৮:১৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৮:২১

ডিজিটাল বাংলাদেশ দিবসে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ অন্যরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের ভূমিকার প্রশংসা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন,  ‘ডিজিটাল  বাংলাদেশ বিনির্মাণের পুরো কৃতিত্ব  তরুণদের।’ বুধবার (১২ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৮’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’-—এই প্রতিপাদ্য নিয়ে দেশে বুধবার পালিত হলো ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮’। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এই দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘২০০৮ সালের ১২ ডিসেম্বর শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেন ওই সময়ের শেরাটন হোটেলে। তিনি তখন বলেছিলেন, আমি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছি কিন্তু বাস্তবায়নের পুরো দায়িত্ব যুব সমাজের।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক এ কে এম খায়রুল আলম। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল বাংলাদশে নিয়ে হাসি-ঠাট্টা কম হয়নি। কিন্তু এর মধ্যেই আমরা এই ডিজিটালের পথে ১০ বছর অতিক্রম করেছি। বিষয়টি মনে হলেই খুব আনন্দিত হই। সেই ২০০৮ সালে দেশটি কোথায় ছিল, এখন কোথায় আছে, কেউ কি ভেবেছেন?’

নতুন প্রজন্মের উদ্দেশে মোস্তাফা জব্বার বলেন, ‘তোমরা আসলেই ভাগ্যবান যে, লাঙল-জোয়ালের দেশ থেকে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতিতে তোমরা শামিল হতে পেরেছো।’  

সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। দেশ এগিয়ে গেছে। এখন ডিজিটাল বাংলাদেশ আর নয় কল্পনা। এটি বাস্তবে পরিণত হয়েছে।’

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যাদের অবদান আছে তাদের সবার কথা স্মরণ করে বলেন, ‘একদিনে আজকে ডিজিটাল বাংলাদেশ হয়নি। অনেক মানুষের অবদানের ফসল এই ডিজিটাল বাংলাদেশ।’

‘ডিজিটাল বাংলাদেশ-২০১৮’-এর ১০ বছর উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগ। এছাড়া, দিবসটি উপলক্ষে আইসিটি খাতে বিভিন্ন অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।   

‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব আয়োজনের মধ্যে ছিল ডিজিটাল বাংলাদেশ পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা প্রদান, রোবো ওয়ার, পাজল গেম শো, প্রদর্শনী, দেশব্যাপী অনলাইন প্লাটফরমে রচনা প্রতিযোগিতা, দেশব্যাপী জেলা উপজেলায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত আলোচনা সভা।

অন্যদিকে ডিজিটাল বাংলাদেশ দিবস পালনের অংশ হিসেবে ৬ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ডিজিটাল বাংলাদেশ সম্মাননা।

২০০৮ সালের ১২ ডিসেম্বর ‘রূপকল্প ২০২১’ এবং ডিজিটাল বাংলাদেশের ঘোষণাপত্র প্রণয়নে ভূমিকা রাখা ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ‘ডিজিটাল বাংলাদেশ-২০১৮’ সম্মাননা দেওয়া হয়েছে।

তথ্যাপ্রযুক্তির উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি এম ইমাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন এই সম্মাননা পান।

প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), ওয়ালটন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগকে।

 

/এইচএএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু