X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

২০২৫ সালের মধ্যে ফাইভ-জি ব্যবহারকারী হবে ২৬০ কোটি

শরীফ এ চৌধুরী
২৫ নভেম্বর ২০১৯, ২০:৩২আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২০:৩২

ফাইভ-জি টেলিকম নেটওয়ার্ক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এরিকসনের মতে, ২০২৫ সালের মধ্যে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি সুবিধা ফাইভ-জি ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ২৬০ কোটিতে। এ সংখ্যাটি ২০১৯ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী এক কোটি ৩০ লাখ। ফাইভ-জি নেটওয়ার্ক বিস্তৃতির হিসাব অনুযায়ী এ তথ্য জানিয়েছে এরিকসন।

সম্প্রতি এরিকসনের দ্বি-বার্ষিক মোবিলিটি রিপোর্টের তথ্য অনুযায়ী, যেখানে বর্তমানে ফাইভ-জি প্রযুক্তি বর্তমানে যে গতিতে বাড়ছে সেটি এলটিই প্রযুক্তির চেয়ে অনেকগুণ বেশি। এভাবে এ প্রযুক্তির নেটওয়ার্ক বিস্তৃত হতে থাকলে ২০২৫ সাল নাগাদ বিশ্বের ২৯ শতাংশ মোবাইল ব্যবহারকারী এ প্রযুক্তি সুবিধায় যুক্ত হবেন।

টেলিকম নেটওয়ার্ক পণ্য তৈরি ও কাজে চীনের হুয়াই এবং নকিয়া’র জন্য প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার ব্যাপারে কাজ করছে এরিকসন। প্রতিষ্ঠানটির এমন কাজে বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন,  উত্তর-পূর্ব এশিয়ার মতোই উত্তর আমেরিকায়ও পুরো ফাইভ-জি প্রযুক্তি বাজারের ৭৪ শতাংশই দখলে থাকবে এরিকসনের।
এরিকসন নেটওয়ার্কসের প্রধান ফ্রেডরিক জেজলিং জানান, নতুন প্রযুক্তির প্রায় সব স্মার্টফোনই ফাইভ-জি প্রযুক্তি সমর্থন করে। ২০২০ সাল নাগাদ ফাইভ-জি প্রযুক্তি সুবিধার আরও  স্মার্টফোন বাজারে আসবে এবং এতে এ প্রযুক্তি ব্যবহারকারীও বাড়বে।

তবে ফাইভ-জি প্রযুক্তি ব্যবহার বাড়ার মধ্যেও এগিয়ে আছে ফোর-জি প্রযুক্তি। এখনও বাজারে সবচেয়ে বেশি ব্যবহারকারী ফোর-জি প্রযুক্তির সঙ্গে জড়িত। এরিকসনের তথ্য মতে, ২০২২ সাল নাগাদ ফোর-জি প্রযুক্তির সুবিধার আওতায় থাকবেন ৫৪০ কোটি ব্যবহারকারী।
মোবাইলফোন প্রযুক্তির দ্রুত এগিয়ে চলার পথে এখন ব্যবহারকারীদের চাওয়া আরও বেশি ডাটার গতি। আর এ সুবিধাকে দ্রুত ব্যবহারকারীদের হাতের নাগালে পৌঁছতে কাজ করে যাচ্ছে নেটওয়ার্ক প্রযুক্তি প্রতিষ্ঠান এবং মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

তথ্যসূত্র: রয়টার্স

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা