X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ই-কমার্স ও ইন্টারনেট সেবা এখন দেশের ‘লাইফ লাইন’: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ১৯:৩১আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৯:৩৮

মোস্তফা জব্বার (ফাইল ছবি) ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) উদ্যোগে মঙ্গলবার (৭ এপ্রিল) পালিত হয়েছে ই-কমার্স দিবস। দিবসটি উপলক্ষে অনলাইনে আলোচনার আয়োজন করে ই-ক্যাব। এবারের ই-কমার্স দিবসের প্রতিপাদ্য ছিল ‘মানবসেবায় ই-কমার্সের ডাক’। আলোচনায় বক্তারা ব্যবসার চেয়ে মানুষের সমস্যায় তাদের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

আলোচনায় অংশ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, করোনা পরিস্থিতি আঙুল দিয়ে দেখিয়ে দিলো যে আজকের দুনিয়ায় ডিজিটাল সেবা কতটা অপরিহার্য। এখানে চাল, ডাল, তেল ও নুন পর্যন্ত লোকেরা অনলাইন থেকে কেনাকাটা করছেন। বর্তমানে যখন সবকিছু প্রায় বন্ধ, তখন ই-কমার্স ও ইন্টারনেট সেবা এখন দেশের ‘লাইফ লাইন’।

আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এই সময়ে ই-কমার্স লেনদেন তুলনামূলক নিরাপদ। ১০০ মানুষ ঘর থেকে বের হওয়ার পরিবর্তে যদি একজন তাদের জরুরি পণ্য ঘরে পৌঁছে দিতে পারে, সেটা একটা ভালো দিক। করোনার এই সময়ে ই-কমার্স বিস্তৃত হয়ে সাধারণ মানুষকে সেবা দিচ্ছে, এটা একটা বড় সহযোগিতা। সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে আমরা এই সেবাদাতাদের পাশে থাকবো।

অনলাইনে ই-কমার্স আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ডাক বিভাগের সেবা অব্যাহত রাখার কথা বলেন।

ই-ক্যাবের সভাপতি শমী কায়সার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল জানান, বর্তমানে কর্মীরা প্রতিদিন ৪০ হাজার পরিবারে জরুরি নিত্যপণ্য পৌঁছে দিচ্ছে। এর পরিসর ক্রমশ বড় হচ্ছে। এছাড়া ই-ক্যাবের পক্ষ থেকে মানবসেবা (Manobsheba.com) নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দরিদ্র ও দিন এনে দিন খাওয়া মানুষদের সহায়তা করা হচ্ছে।

আলোচনায় সংশ্লিষ্ট খাতের আরও অনেকে অংশ নেন।

 

/এইচএএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত
ব্রাজিল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক!
ব্রাজিল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক!
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল