X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আপনার অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষিত রাখবেন যেভাবে

দায়িদ হাসান মিলন
০৯ জুন ২০২১, ১৯:০৭আপডেট : ০৯ জুন ২০২১, ১৯:০৭

স্মার্ট ফোন অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড সবচেয়ে জনপ্রিয়। এ কারণে অ্যান্ড্রয়েড ফোনের ঝুঁকিও বেশি। বিভিন্ন ভালো অ্যাপ যেমন এ ধরনের ফোনকে লক্ষ্য করে কার্যক্রম পরিচালনা করে তেমনি হ্যাকারদেরও লক্ষ্যে থাকে এসব ফোন।

অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনকে আরও বেশি সুরক্ষিত করতে নিয়মিত কাজ করে যাচ্ছে গুগল। বিশেষ করে গত কয়েক বছরে নতুন প্রাইভেসি ও ডাটা প্রোটেকশন পলিসির মাধ্যমে এ ধরনের ফোনকে আরও বেশি সুরক্ষিত করা হয়েছে।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ বলছে, অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা বা সুরক্ষার জন্য গুগল অনেক সক্রিয় থাকলেও অনেক গ্রাহকের সচেতনতা কম। এ কারণে প্রায়ই বিপদে পড়েন তারা। ঝুঁকি বা বিপদ এড়াতে বেশ কয়েকটি ‘ভালো অভ্যাস’ গড়ে তুলতে হবে। প্রত্যেকের অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে ব্যক্তিগত এবং অর্থনৈতিক অনেক তথ্য থাকে। এ কারণে সুরক্ষা নিশ্চিতে নিচের বিষয়গুলো মেনে চলার চেষ্টা করুন।

১. আপনার স্মার্ট ফোনে কী কী অ্যাপ বা ফাইল আছে সেগুলোর ওপর নজর রাখুন। মাঝে মাঝে এমন হতে পারে যে, নিজের স্মার্ট ফোনে এমন একটি অ্যাপ দেখতে পাচ্ছেন যা আপনি কখনও ইনস্টলই করেননি। এ ধরনের অ্যাপ তথ্য চুরি করে আপনাকে বিপদে ফেলতে পারে। এজন্য নিয়মিত অ্যাপ লিস্ট চেক করতে হবে।

২. আপনার স্মার্ট ফোনের ‘পারমিশন ম্যানেজার’ ফিচারটির প্রতিও নজর রাখতে হবে। বিভিন্ন অ্যাপের কার্যক্রমে বিভিন্ন পারমিশনের প্রয়োজন হয়। অ্যাপভেদে কল লিস্ট, মাইক্রোফোন, ক্যামেরা, ফাইলস অ্যান্ড মিডিয়া ইত্যাদিতে প্রবেশাধিকার চাওয়া হয়। তবে কোনও অ্যাপ অযৌক্তিক প্রবেশাধিকার চাইলে তা দেবেন না। বরং অ্যাপটিই আন-ইনস্টল করে দিন।

৩. শুধুই গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন। প্লে-স্টোর ছাড়া অন্য কোনও সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। বিভিন্ন সোর্সে পরিচিত অনেক অ্যাপ পাওয়া যায়। সেখান থেকে ডাউনলোড না করে বরং গুগল প্লে-স্টোর থেকে ওই একই অ্যাপ সার্চ করে ডাউনলোড করুন। এতে আপনি সুরক্ষিত থাকবেন।

৪. ‘ইনস্টল আন-নোন অ্যাপস’ নামের অপশনটি ডিজেবল করে দিন। এই অপশন আপনার স্মার্ট ফোনের সেটিংসে পাওয়া যাবে। এটি ডিজেবল করলে আপনার অনুমতি ছাড়া কোনও অ্যাপ ইনস্টল হবে না। অন্যথায় যেকোনও ভুয়া অ্যাপ যেকোনও সময় ইনস্টল হয়ে যেতে পারে। এতে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে।

৫. যেসব অ্যাপ নিয়মিত ব্যবহার করেন না সেগুলো ডিলিট করতে হবে। কারণ, অব্যবহৃত অ্যাপগুলো সময়মতো আপডেট করা হয় না। ফলে সেগুলো সুরক্ষিত নয়। এসব অ্যাপের সাহায্যে আপনার স্মার্ট ফোনে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে।

৬. প্রয়োজন ছাড়া ওয়াই-ফাই ও ব্লুটুথ সংযোগ কখনও চালু রাখবেন না। পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের ক্ষেত্রেও সচেতন হতে হবে। যেকোনও জায়গায় ওয়াই-ফাই পেয়েই সেটি ব্যবহার শুরু করলে আপনি তথ্যচুরির শিকার হতে পারেন। এতে ভয়ানক বিপদ হতে পারে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
দুই রঙে ভিভোর নতুন স্মার্টফোন
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন: ধর্মমন্ত্রী
সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন: ধর্মমন্ত্রী
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
সাবেক এসপি সুব্রত কুমার হালদারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সাবেক এসপি সুব্রত কুমার হালদারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল