X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ব্যবহারকারীদের সতর্ক করলো টিকটক কর্তৃপক্ষ

আসির আহবাব নির্ঝর
১০ জুলাই ২০২১, ২০:১৬আপডেট : ১০ জুলাই ২০২১, ২০:১৬

কমিউনিটি গাইডলাইন বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে টিকটক। প্রতিষ্ঠানটির নীতি না মানলে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও সরিয়ে ফেলা হবে বলে জানানো হয়েছে। ভিডিও সরানোর ক্ষেত্রে আরও স্বয়ংক্রিয় উপায় অবলম্বন করা হবে বলেও জানিয়েছে শর্ট-ভিডিও শেয়ারিং পোর্টালটি।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, টিকটক ব্যবহারকারীদের এখন আরও সতর্ক হতে হবে। শুক্রবার (৯ জুলাই) প্রতিষ্ঠানটি জানিয়েছে, কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলেই ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলা হবে।

বর্তমানে টিকটকে কোনও ভিডিও আপলোড করা হলে সেগুলো প্রযুক্তির সহায়তা নিয়ে পরীক্ষা করা হয়। বিশেষ করে কোনও ভিডিওতে নীতিবহির্ভূত কিছু আছে কিনা তা স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের পর সেটি আবারও পরীক্ষা করেন একজন সেফটি টিম মেম্বার। এ সময় নীতি বহির্ভূত কিছু পাওয়া গেলে ভিডিও সরিয়ে দিয়ে ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হয়।

বাইটড্যান্সের মালিকানাধীন এ প্রতিষ্ঠান জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নীতি ভঙ্গকারী কনটেন্ট সরানোর জন্য আরও স্বয়ংক্রিয় উপায় অবলম্বন করা হবে। বিশেষ করে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কনটেন্ট, যৌনতা কিংবা অন্য সহিংস ও অনৈতিক কার্যক্রমের কনটেন্ট সরানোর প্রতি গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া টিকটক এখন বুলিং, নানা রকম হয়রানি, বিভ্রান্তিমূলক তথ্য এবং ঘৃণা ছড়ায় এমন সব বক্তব্য প্রকাশকারী কনটেন্টের বিরুদ্ধে আরও বেশি মনোযোগী হবে। ব্যবহারকারীরা প্রথমবার নীতি ভঙ্গ করলে একটি সতর্কবার্তা দেওয়া হবে। তবে বার বার একই কাজ করতে থাকলে সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেবে কর্তৃপক্ষ।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিশ্বজুড়ে বিভ্রান্তিমূলক ও ঘৃণাসূচক তথ্য ছড়ানোর হার বেড়ে গেছে বলে অনেকে অভিযোগ করছেন। বেশিরভাগ অভিযোগকারীর দাবি, ফেসবুক এবং টিকটকের মাধ্যমেই এসব ছড়াচ্ছে। এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে আগের চেয়ে কিছুটা কঠোর হচ্ছে টিকটক।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
বাংলাদেশের ৭৫ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
টিকটক নিষিদ্ধ হলে লাভবান হবে ফেসবুক: ট্রাম্প
সর্বশেষ খবর
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু