X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

লোগো বদলাচ্ছে ক্রোম

ইশতিয়াক হাসান
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৪

জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোম সর্বশেষ লোগো বদলিয়েছিল ২০১৪ সালে। এরপর টানা আট বছর ধরেই চলেছে সেই লোগো। এবছর ক্রোম তার লোগোতে পরিবর্তন আনতে যাচ্ছে। কিন্তু এই পরিবর্তনটি এতোই সুক্ষ যে দেখে খুব একটা বোঝাই যাবে না। এলভিন হু নামে ক্রোমের এক ডিজাইনার তার টুইটার অ্যাকাউন্টে ক্রোমের এই ডিজাইনটি প্রথম প্রদর্শন করে।

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, আগের ডিজাইনে গোল বৃত্তটির বাইরে লাল, হলুদ আর সবুজ এই তিনটি বারের ধারগুলো দিয়ে শ্যাডো দেওয়া ছিল। নতুনটাতে শ্যাডোগুলো মুছে দেয়া হয়েছে। আবার মাঝের বৃত্তটিও আকারে আগের চেয়ে অল্প একটু বড় করা হয়েছে। বৃত্তের নীল রংটিও আগের চেয়ে একটু উজ্জল।

এছাড়া অন্যান্য রঙ আগের চেয়ে একটু প্রাণবন্ত দেখাচ্ছে। এমনটি মনে হতে পারে শ্যাডোগুলো বাদ দেয়ার জন্য হয়তো প্রাণবন্ত হয়েছে বলে মন্তব্য করে ভার্জ। আরেকটি পরিবর্তন আছে যেটা হু এর টুইটারের বার্তাটি না পড়লে বুঝারই উপায় নেই। আগের লোগোতে সবুজের পরে লালের যে শেডগুলো ছিল তা চোখে অনেকটাই অস্বস্তিকর। সেটার একটা সমাধান করা হয়েছে।

তবে আসল ক্রোমের লোগো (যেটা আমরা সাধারণত উইন্ডোজের টাস্কবারে দেখি) সেটা সব সিস্টেমে একরকম দেখাবে না। ক্রোম ওএস এ এটাকে বেশ উজ্জল দেখাবে। ম্যাক ওএস এ কিছুটা শ্যাডো দেখাবে। হু জানায় নতুন এই আইকনটি এখনই দেখা যাবে যারা ক্রোমের ক্যানারি সংস্করণ অর্থাৎ ক্রোমের ডেভেলপার সংস্করণ ব্যবহার করছে। আগামী মাসে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

তবে আইওএস-এর বিটা ডেভেলপার সংস্করণে আরও নতুন কিছু আইকন আছে। হু জানায়, এছাড়া ডিজাইন টিম কাজ করছে প্রতি রঙের সংযোগের মাঝে একটি করে লাইন করে দেওয়া যায় কিনা। তবে এতে আইকনকে অনেকটা ছোট দেখায় এবং গুগলের অন্যান্য অ্যপের সঙ্গে একে মেলানো কঠিন হয়ে পড়ে।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল
লক থাকা স্ক্রিনেও দেখা যাবে গুগল ম্যাপ
তিনটি এআই সুবিধা যোগ হচ্ছে ক্রোম ব্রাউজারে
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক