X
সোমবার, ২৭ মার্চ ২০২৩
১৩ চৈত্র ১৪২৯

দেশে শাওমি ফোন তৈরি বন্ধ, উৎপাদন কমিয়েছে অন্যরাও

হিটলার এ. হালিম
১৩ জানুয়ারি ২০২৩, ১৪:০০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২১:০৯

বিশ্বখ্যাত মোবাইল ফোন ব্র্যান্ড শাওমি বাংলাদেশের কারখানায় ফোন উৎপাদন বন্ধ করে দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে,মোবাইল ফোনের বিক্রি অস্বাভাবিক হারে কমে যাওয়া, ডলার সংকটে কাঁচামাল আমদানি করতে না পারায় এমন পদক্ষেপ নিয়েছে তারা। তবে সূত্র বলছে,শাওমি মোবাইলের স্টক যথেষ্ট পরিমাণে রয়েছে।

এসব বিষয়ে জানার জন্য শাওমি টেকনোলজিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঙ্গে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

মোবাইল শিল্পখাত নিয়ে বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) সাধারণ সম্পাদক জাকারিয়া শহীদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি শাওমির মোবাইল ফোন তৈরির কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। উৎপাদন বন্ধের বিষয়ে বাজারে একটা গুঞ্জনও ছিল।

অপর এক প্রশ্নে জবাবে তিনি বলেন, মোবাইল ব্র্যান্ড নকিয়ার কারখানার মালিকানার শেয়ার ট্রান্সফার করছে বলে শুনেছি। তারা আসলে এখনও ঠিক করেনি কী করবে, মোবাইল উৎপাদন নিয়ে কীভাবে এগোবে। এছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠান তাদের কারখানায় উৎপাদন কমিয়েছে বলে তিনি জানান।

২০২১ সালের ২১ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানে দেশে মোবাইল উৎপাদন কারখানার ঘোষণা দেয় শাওমি। গাজীপুরের ওই কারখানায় ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত মোবাইল উৎপাদন হলেও চলতি মাস থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

নোকিয়ার কারখানায় মোবাইল উৎপাদন নিয়েও বিভিন্ন গুঞ্জন রয়েছে। প্রতিষ্ঠানটি ২০২১ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি নিজস্ব কারখানায় মোবাইল ফোন তৈরি শুরু করে। যুক্তরাজ্যভিত্তিক ভাইব্র্যান্ট সফটওয়্যার ও বাংলাদেশের ইউনিয়ন গ্রুপের জয়েন্ট ভেঞ্চার ভাইব্র্যান্ট সফটওয়্যার (বিডি) লিমিটেড। গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটির পাঁচ নম্বর ব্লকে পাঁচ একর জমি বরাদ্দ নিয়ে কারখানা গড়ে তুলেছে ভাইব্র্যান্ট। বিটিআরসি সূত্রে জানা যায়,সম্প্রতি প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে শেয়ার ট্রান্সফারের জন্য আবেদন করে। কারখানায় মোবাইল উৎপাদন নিয়ে কী করবে সেটি এখনও ঠিক করেনি তারা।

মোবাইল ব্র্যান্ড স্যামসাং ও ভিভো তাদের কারখানায় উৎপাদন কমিয়েছে। ফেয়ার গ্রুপের (স্যামসাংয়ের দেশীয় উৎপাদক প্রতিষ্ঠান) প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মেসবাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন,আমরাও শুনেছি শাওমির কারখানা বন্ধ হয়ে গেছে। অন্যরা (মোবাইল ফোনের কারখানা) তাদের উৎপাদন কমিয়ে দিয়েছে।

স্যামসাংয়ের কারাখানায় উৎপাদন ডিসেম্বর মাসে কি বন্ধ ছিল?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমাদের কারখানায় উৎপাদন বন্ধ ছিল না। তবে আমরা পরিমাণ কমিয়ে দিয়েছি। আগে মাসে ২৫-২৬ দিন উৎপাদন হতো। বর্তমানে তা ১০-২০ দিনে নেমে গেছে।

বিক্রি কমেছে ৫০ শতাংশ

দেশে মোবাইল ফোনের বিক্রি কমেছে ৫০ শতাংশের বেশি। আগে যেখানে প্রতি মাসে ১০ লাখ স্মার্টফোন বিক্রি হতো বর্তমানে তা পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখে নেমে এসেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন,বাজারে গ্রে মার্কেটের (অবৈধ বাজার) আকার বড় হচ্ছে দিন দিন। এই মার্কেটে শাওমি এবং স্যামসাং উভয় ফোনের বাজারের আকার ৪০ শতাংশের বেশি। অন্যান্য ব্র্যান্ডের ফোন অবশিষ্ট বাজার দখল করে আছে। বাজারে চ্যানেল প্রোডাক্টের (বৈধ মোবাইল ফোন) দাম বেড়ে যাওয়ায় গ্রে মার্কেটের আকার বড় হতে শুরু করে যা এখনও অব্যাহত আছে।

/এমপি/এমএস/
সম্পর্কিত
এক প্রাইভেটকারের ভেতরে ৩৮ লাখ টাকার অবৈধ মোবাইল
রেডিও’র জন্য এলো চ্যাটজিপিটি
মোবাইল ফিরিয়ে দিতে দেরি হওয়ায় ‘প্রাণ দিলো’ কিশোর 
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ২৭ মার্চ ২০২৩
আজকের আবহাওয়া: ২৭ মার্চ ২০২৩
কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ: ব্যয় কমে বেড়েছে সময়
কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ: ব্যয় কমে বেড়েছে সময়
পুরান ঢাকার সেরা ৫ বিরিয়ানি
পুরান ঢাকার সেরা ৫ বিরিয়ানি
৮০ লাখ ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট নম্বর চুরি
৮০ লাখ ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট নম্বর চুরি
সর্বাধিক পঠিত
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী