দ্রুত ভয়েস মেসেজ পাঠানোর মতোই শর্ট ভিডিও পাঠানোর ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি মেটার সিইও মার্ক জাকারবার্গ এটি নিয়ে একটি শর্ট ক্লিপ প্রকাশ করেন। সেখানে দেখা যায় এই ফিচার ব্যবহার করে গোলাকৃতির ভিডিও সেন্ড করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপ একটি ব্লগপোস্টে জনায়, এর মাধ্যমে ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ক্লিপ পাঠানো যাবে। অপর প্রান্তে প্রাপক চ্যাট চালু করা মাত্রই অডিও বন্ধ অবস্থায় এটি চালু হবে। অবশ্য ভয়েস মেসেজে ভয়েস আপনা-আপনি চালু হয় না যতক্ষণ না প্রাপক তা চালু করে। আবার ভয়েস মেসেজের দৈর্ঘেরও কোনও সীমা নেই। ব্যবহারকারী চাইলে ভয়েস মেসেজ আইকনে ট্যাপ করে ভিডিও মোড চালু করে তার কাঙ্ক্ষিত ভিডিও পাঠাতে পারবেন।
সংবাদ মাধ্যম ভার্জ জানায়, অনেক আগে থেকেই প্ল্যাটফর্মটি থেকে ভিডিও পাঠানো যায়। তবে নতুন এই ফিচারের মাধ্যমে খুব সহজে এবং দ্রুত ভিডিও পাঠানো যাবে। প্রাথমিক ভাবে একটি অল্প কিছু পরিসরে আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয়্তই চালু করা হয়েছে। আগামী সপ্তাহে এটি সবার জন্য চালু করা হবে।