এশিয়া ও বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচগুলো রবির মাই রবি এবং এয়ারটেলের মাই এয়ারটেল অ্যাপে সরাসরি দেখা যাবে। এই পরিষেবা সাবস্ক্রিপশনভিত্তিতে পাবেন রবি গ্রাহকরা।
স্ট্রিমিং পরিষেবা কোম্পানি কনটেন্ট ম্যাটারস লিমিটেডের প্ল্যাটফর্ম র্যাবিটহোলের সহযোগিতায় ক্রিকেটপ্রেমীদের জন্য রবি ক্রিকেট ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।
রবি’র এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী এবং কনটেন্ট ম্যাটারস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম রফিকুল্লাহ রবি কর্পোরেট অফিসে বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী বলেন, সুপারফাস্ট ইন্টারনেটের সঙ্গে আমাদের গ্রাহকরা এখন তাদের মোবাইল ফোন থেকে এই বিশ্বব্যাপী ক্রিকেট উন্মাদনা উপভোগ করতে পারবেন।
কনটেন্ট ম্যাটারস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম রফিকুল্লাহ বলেন, আমরা ফ্যান ও ফলোয়ারদের জন্য উদযাপনের উপলক্ষ তৈরি করতে পেরে আনন্দিত। এক্ষেত্রে রবি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ আনন্দতে নতুন মাত্রা যোগ করবে।