সম্প্রতি দেখা যাচ্ছে কি-ওয়ার্ড সার্চের সময় সব টপিক কাজ করছে না থ্রেডসে। অ্যাপটি সম্ভাব্য সংবেদনশীল শব্দ যেমন ‘ভ্যাকসিন’, ‘কোভিড’ এবং এরকম অন্যান্য শব্দ যা এর আগে গুজব বা ভুয়া তথ্য ছড়ানোর জন্য দায়ী ছিল সেগুলো ব্লক করে দিচ্ছে।
এটি নিয়ে প্রথম রিপোর্ট করে ওয়াশিংটন পোস্ট। তারা জানায়, প্রতিষ্ঠানটি কোভিড ও ভ্যাকসিন সংক্রান্ত বিভিন্ন টার্মসহ আরও অন্যান্য সংবেদনশীল শব্দ যেমন ‘গোর’, ‘নুড’, ‘সেক্স’ ইত্যাদি শব্দ ব্লক করে দিচ্ছে।
সংবাদ মাধ্যম এনগেজেটের সূত্রে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানায়, মেটা একটি পোস্টে নিশ্চিত করেছে যে সম্ভাব্য সংবেদনশীল শব্দগুলো সার্চ করার সময় সার্চ ফাংশনালিটি সাময়িকভাবে কোনও কাজ করছে না।
এদিকে ইনস্টাগ্রামের প্রধান, যিনি থ্রেডসও দেখাশোনা করছেন, তিনি একটি টুইটে বলেন, তাদের প্রতিষ্ঠান সর্বশেষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করছে।