তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমন্ত্রণে ২ দিনের সফরে বেলজিয়ামের উদ্দেশ্যে সোমবার (২৩ অক্টোবর) ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে প্রতিমন্ত্রী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ২৪ অক্টোবর অনুষ্ঠেয় টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ’র উদ্যোগে আয়োজিত টেক এক্সিলারেটর প্রোগ্রাম ২০২৩-এ অংশ নেবেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ে বৈশ্বিক ও আঞ্চলিক গাইডলাইন নিয়ে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন।
প্রোগ্রামে বাংলাদেশ, ব্রিটেন,অ্যাঙ্গোলা, মলদোভা, জাম্বিয়া, সিঙ্গাপুর, মরক্কো, আলবেনিয়া, ভিয়েতনাম, পূর্ব তিমুর, বুলগেরিয়া, গ্রিস, যুক্তরাজ্য, ম্যাকাও, রোমানিয়াসহ বিশ্বের ৩১টি দেশ থেকে মন্ত্রী, মেম্বার অব পার্লামেন্ট, সরকারি, বেসরকারিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।
২৬ অক্টোবর প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। -বিজ্ঞপ্তি