X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘শুধু সরকারি পর্যায়ে বিপিওতে রয়েছে ৪০ হাজার কর্মসংস্থানের সুযোগ’

টেক রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১৬:৪৭আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৬:৫২

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জুনাইদ আহমেদ পলক

শুধু সরকারি পর্যায়েই বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) খাতে ৪০ হাজার কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগে চালু হওয়া ৩৭টি কল সেন্টারে এই সংখ্যক জনবল প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া ‘বিপিও সামিট-২০১৬’ উপলক্ষে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পলক এসব কথা বলেন। এদিন দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে আমরা বিপিও খাতে বছরে আয় করছি ১৮০ মিলিয়ন ডলার। গত ডিসেম্বরেও যা ছিল ১৩০ মিলিয়নের মতো।

প্রায় ১০ মাসের মাথায় এসে জানা গেল এখন আয়ের পরিমাণ ১৮০ মিলিয়ন। পলক জানালেন, গত ডিসেম্বরে প্রথমবারের মতো আয়োজিত বিপিও সম্মেলনের পরে আয়ের পরিমাণ বেড়েছে ৫০ মিলিয়ন।

 পলক আরও বলেন, আমাদের লক্ষ্য স্থানীয় বাজার সম্প্রসারণ এবং বৈশ্বিক বাজারে জায়গা করে নেওয়া। এটা করতে পারলে ২০২১ সালের মধ্যে এই খাত থেকে এক বিলিয়ন ডলার আয় এবং এক লাখ কর্মসংস্থান সৃষ্টি করা। সম্মেলনে প্রায় ২০ জন বিদেশি বক্তা আসছেন। অতিথিদের জন্য নিরাপত্তায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পলক।

 সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক বনমালী ভৌমিক, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি. আহমেদ ও বাক্যর সভাপতি আহমেদুল হক ববি। আইসিটি বিভাগ, আইসিটি অধিদফতর ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিপিও সামিট

 সংবাদ সম্মেলনে বাক্যর সভাপতি আহমাদুল হক জানান, এবারের আয়োজনে ১০টি কর্মঅধিবেশন ও দু’টি কর্মশালা অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনের আলোচনায় মন্ত্রীরা অংশ নেবেন। অংশ নেবেন তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বখ্যাত ২০ জন বিদেশি বক্তা।

আন্তর্জাতিক ও দেশের বাজারে বাংলাদেশের বিপিও খাতের অবস্থান ও সক্ষমতা তুলে ধরতে এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে এই বিপিও সম্মেলন। বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দু’দিনের বিপিও সম্মেলন ২০১৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন আইটিইউ-এর মহাসচিব হাওলিন ঝাউ। আর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এবারের সম্মেলনের মূল্য প্রতিপাদ্য ‘লোকাল এক্সপেরিয়েন্স, গ্লোবাল বিজনেস।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৯ সালে ৩০০ কর্মী নিয়ে শুরু হলেও বর্তমানে প্রায় ৩০ হাজার কর্মী কাজ করছে বিপিও খাতে। বর্তমানে দেশের বিপিও ব্যবসার প্রবৃদ্ধি বছরে প্রায় ১০০ শতাংশ। বিপিও খাতে বিশ্বের প্রায় ৬০০ বিলিয়ন ডলারের মধ্যে ভারত ১০০, ফিলিপাইন ১৬ এবং শ্রীলংকা ২ বিলিয়ন ডলার আয় করছে।

 /এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
বেসিস নির্বাচন: সদস্যদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল করতে চান সহিবুর রানা
বেসিস নির্বাচন: সদস্যদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল করতে চান সহিবুর রানা
প্রিমিয়ার লিগে ফিরছে লেস্টার
প্রিমিয়ার লিগে ফিরছে লেস্টার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!