X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

অনলাইনে রাজনীতিবিদদের ওপর হয়রানি ঠেকাতে প্রস্তাবনা

ইশতিয়াক হাসান
০১ জুন ২০২২, ২১:৫২আপডেট : ০১ জুন ২০২২, ২১:৫২

অনলাইনে রাজনীতিবিদদের ওপর হয়রানি ঠেকাতে বিভিন্ন দলের সদস্যদের নিয়ে ফোরাম করার প্রস্তাব দিয়েছেন নর্দান আয়ারল্যান্ডের আইনমন্ত্রী নাওমি লং। এবার সেখানকার মে মাসের ভোটকে কেন্দ্র করে তিনি তার ক্রমবর্ধমান উদ্বেগের কথা তিনি লিখিতভাবে সবাইকে জানান। তিনি বিশেষভাবে নারী রাজনীতিবিদদের হয়রানির বিষয়টি উল্লেখ করেন। কেননা, এবারের ভোট ক্যাম্পেইনের সময় অনেক নারী প্রার্থীই হুমকি এবং অপব্যবহারের শিকার হন।

উদাহরণস্বরূপ তিনি জানান, পিপল বিফোর প্রফিট দলের প্রার্থী হান্নাহ কেনি পূর্ব বেলফেস্টে নির্বাচনি প্রচারণার সময় মৌখিক অপব্যবহার এবং শারীরিক হুমকির শিকার হন। এছাড়া বিধান সভার অনেক নারীই জানান, কীভাবে তারা সোশ্যাল মিডিয়ায় হয়রানির শিকার হচ্ছেন।

লং প্রস্তাব করেন প্রতিটি দল থেকে হয়রানির শিকার এমন দু’জন করে নির্বাচিত সদস্য নিয়ে একত্রিত হতে, যেন তারা হয়রানির বিরুদ্ধে কথা বলতে পারে। প্রস্তবনায় তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা চাচ্ছি— আরও বেশি সংখ্যক নারীকে উৎসাহিত করতে, যেন তারা নারী ও শিশুদের ওপর সহিংসতামূলক আচরণের বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, অনলাইন এবং সরাসরি এধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনলাইনে হয়রানিমূলক আচরণ সংক্রান্ত আইনের কোনও উন্নতি হয়নি। এজন্য তিনি অন্যান্য সব দলকে সঙ্গে নিয়ে অনলাইন সেফটি বিল সংসদে উত্থাপন করতে চান। ডেমেক্রেটিক ইউনিয়ন পার্টির অ্যাসেম্বলির সদস্য ডায়ানি ডোডস বলেন, মূলত ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে এই ঘটনাগুলো বেশি ঘটে। তিনি আরও বলেন, এই বেনামী অ্যাকিউন্টের সমাধান না হওয়া পর্যন্ত এই অনলাইন হার্ম-এর বিল আর হয়রানি নিরোধ আইন সমস্যার মূলোৎপাটন করতে পারবে না।

সূত্র: বিবিসি

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশি বউকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক
বিদেশি বউকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক
হায়দার আকবর খান রনোর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
হায়দার আকবর খান রনোর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
‘লালনের গান পোস্ট করে সঞ্জয় ধর্মীয় বিদ্বেষ ছড়াননি’
‘লালনের গান পোস্ট করে সঞ্জয় ধর্মীয় বিদ্বেষ ছড়াননি’
গাজীপুরে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
গাজীপুরে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত