X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ডিজিটাল বৈষম্য দূর করা ডিজিটাল যুগের বড় চ্যালেঞ্জ: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ০৪:৫০আপডেট : ০৯ জুন ২০২২, ০৪:৫০

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বৈষম্য দূর করা ডিজিটাল যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনসাধারণের মধ্যে ইন্টারনেট সহজলভ্য এবং সব মানুষকে ডিজিটাল সংযোগের আওতায় আনার মাধ্যমে ডিজিটাল বৈষম্য দূর করতে বাংলাদেশ সামাজিক দায়বদ্ধতা তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বুধবার (৮ জুন) রাতে ডিজিটাল প্লাটফর্মে আইটিইউ ডব্লিউটিডিসি, রুয়ান্ডা আয়োজিত পার্টনার টু কানেক্ট ডিজিটাল ডেভেলপমেন্ট রাউন্ড টেবিলে ডিজিটাল সংযোগ বিষয়ক অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী দেশের দ্বীপ, চরাঞ্চল, পাহাড় ও হাওর অঞ্চলসহ দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন, দেশের অনগ্রসর এলাকায় প্রাথমিকভাবে ৬৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষা চালুকরণ, দুর্গম এলাকায় টেলিযোগাযোগ ও মোবাইল প্রযুক্তি এবং ইন্টারনেটভিত্তিক ডিজিটাল ডাকঘর স্থাপন, বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর মাধ্যমে দ্বীপ অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন, হাওর ও দ্বীপে উচ্চগতির মোবাইল ব্রডব্যান্ড সংযোগ প্রতিষ্ঠাসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী জন্য ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতা তহবিল কাজে লাগাতে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে উল্লেখ করেন।

তিনি জানান দুর্গম অঞ্চলে উচ্চগতির ইন্টারনেটসহ ডিজিটাল সুবিধা পৌঁছে দিতে ২৪৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত সম্পন্ন হলে বাংলাদেশে কোন মানুষ উচ্চগতির ইন্টারনেট সেবার বাইরে থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বাংলাদেশে ইন্টারনেটের দাম এক দেশ এক রেট নির্ধারণকে পুরো বিশ্বের জন্য একটি অনুকরণীয় বিষয় বলে উল্লেখ করেন।

রুয়ান্ডার ডিজিটাল অপরচুনিটি ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর ভাইয়োলিট উয়ামুয়াতরা’র সঞ্চালনায় যুক্তরাষ্ট্র, মৌরিতানিয়া, বতসোয়ানা, কম্বোডিয়া, ফ্রান্স, নাইজেরিয়া, হন্ডুরাস, প্যারাগুয়েসহ বিশ্বের ১১টি দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিনিধিরা গোলটেবিল বৈঠকে অংশ নেন।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি