X
সোমবার, ২৮ নভেম্বর ২০২২
১৩ অগ্রহায়ণ ১৪২৯

‘২০২৫ সালের মধ্যে দেশে ৫৫৫টি জয় ডি-সেট সেন্টার হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২২, ১৭:৩৪আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৭:৩৪

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ২০২৫ সালের মধ্যে তিনটি ধাপে দেশে ৫৫৫টি ‘জয় ডি-সেট সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে। এসব সেন্টার উপজেলা সদরের হাব হিসেবে গড়ে উঠবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দেশের তৃণমূল পর্যায়ে আইসিটি অবকাঠামো নির্মাণ এবং সম্প্রসারণের লক্ষ্যে জয় ডি-এসইটি সেন্টার স্থাপনের বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতেরর মধ্যে দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে ছিল এই আয়োজন। আইসিটি অধিদফতরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন স্ব-স্ব পক্ষে চুক্তিতে সই করেন।  

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘জয় ডি-সেট সেন্টারের মাধ্যমে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় পর্যন্ত ভৌত অবকাঠামো শক্তিশালী করাসহ ডিজিটাল সেবা আরও দ্রুত জনগণের দোরগোড়ায় পোঁছে যাবে। জয় ডি-সেট সেন্টারে তরুণ প্রজন্মের কর্মসংস্থান হবে।’

তিনি বলেন, ‘গত ১৩ বছরে আমরা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছি। এখন এ ডিজিটাল বাংলাদেশের ভিত্তির ওপর দাঁড়িয়ে ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, উদ্ভাবনী, জ্ঞানভিত্তিক, উচ্চ অর্থনীতির স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।’

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিবসহ উভয় দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘জয় ডি-সেট সেন্টার পাঁচ হাজার স্কয়ার বর্গফুটে নির্মিত হবে। প্রতিটি সেন্টারে ওয়ান স্টপ সার্ভিস ডেলিভারি, প্রশিক্ষণ ল্যাব, স্টার্টআপ, যুবকদের জন্য প্লাগ ও প্লে স্পেস, নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) এবং সুইচ রুম থাকবে।

 

 

/এইচএএইচ/আরকে/
কেউ ক্ষুধার্ত থাকবে না, কর্মসূচির মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে
কেউ ক্ষুধার্ত থাকবে না, কর্মসূচির মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে
মানবতাবিরোধী অপরাধ: চট্টগ্রামের শওকাতুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত
মানবতাবিরোধী অপরাধ: চট্টগ্রামের শওকাতুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের হাসি ঘানার
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের হাসি ঘানার
বিয়ানীবাজার কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিয়ানীবাজার কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
সর্বাধিক পঠিত
‘বিএনপিকে চালায় আ.লীগ, আমরা না চাইলে নির্বাচনে আসতে পারবেন না’
‘বিএনপিকে চালায় আ.লীগ, আমরা না চাইলে নির্বাচনে আসতে পারবেন না’
ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা
ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা
মরক্কোর বিপক্ষে হারের পর বেলজিয়ামে দাঙ্গা
মরক্কোর বিপক্ষে হারের পর বেলজিয়ামে দাঙ্গা
চাকরি ছাড়ছেন ডিএনসিসির পাঁচ ভেটেরিনারি কর্মকর্তাই!
চাকরি ছাড়ছেন ডিএনসিসির পাঁচ ভেটেরিনারি কর্মকর্তাই!
মঙ্গলবার বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট
মঙ্গলবার বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট