X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

স্মার্টফোনে বিজয় ব্যবহার গ্রাহকের জন্য বাধ্যতামূলক নয়: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ২০:৩৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২২:১২

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্টফোনে বিজয় ব্যবহার গ্রাহকের জন্য বাধ্যতামূলক নয়। তিনি বলেন, ‘মোবাইল ফোন ব্যবহারকারী তার ফোনে কোন সফটওয়্যার রাখবেন বা রাখবেন না, তা তার স্বাধীনতা। মোবাইল ফোন কেনার পরে তিনি এক সেকেন্ডও তার ফোনে বিজয় নাও রাখতে পারেন, আনইনস্টল করে দিতে পারেন। এতে কোনও বাধ্যবাধকতা নেই।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) থেকে অনুষ্ঠেয় ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘বাধ্যতামূলক কথাটি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি বলেছে, এ দেশের মোবাইলফোন উৎপাদক ও আমদানিকারকদের ক্ষেত্রে। এ দেশে যারা মোবাইল ফোন উৎপাদন করবেন এবং আমদানি করা হবে, তাতে বিজয় সফটওয়্যার থাকতে হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘মোস্তাফা জব্বার বিজয় ২০২৩ সালে বানায়নি। এটা বানানো হয়েছে ১৯৮৮ সালে। ১৯৮৮ সালে যে বিজয় বানানো হয়েছে, তার হাত ধরে বাংলাদেশের সংবাদপত্র কাকে ‘ডিজিটাল অক্ষর’ বলে তা জেনেছে।’’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা খোঁজ নিয়ে দেখেন—দেশের কতগুলো সংবাদপত্র বিজয়ে প্রকাশিত হয়, বাংলা একাডেমির বইমেলায় কতগুলো বই বিজয়ে প্রকাশিত হয়। মোস্তাফা জব্বার তো এটা বাধ্য করেনি। এখন মোস্তাফা জব্বার মন্ত্রী হয়ে যদি অপরাধ করে থাকে, এটা হয়ে গেছে। কিন্তু আমি তো এটাকে স্ট্যান্ডার্ডও করিনি, আমি এটাকে বাধ্যও করিনি। আমি সরকারের নির্দেশ মান্য করে যদি এটা জনগণের কাছে পৌঁছে না দিই এবং আমরা কী দিচ্ছি, বিনামূল্যে দিচ্ছি। আমি উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য সফটওয়্যার (বিজয়) বিক্রি করছি। কিন্তু স্মার্টফোনের সফটওয়্যার তো বিক্রি করিনি।’

মন্ত্রী বলেন, ‘একইভাবে প্রশ্ন আসতে পারে অন্যরা যারা বাজারে আছে, তা কী করে? তারা এরমধ্যে বিজ্ঞাপন দেয়, পয়সা কামাই করে। আমি করি না। অতএব, আমি জানি না আমার অপরাধটা কী। আমি ১৯৮৭ সাল থেকে কম্পিউটারে হরফ বানাই। তখন থেকে এখন পর্যন্ত বাংলা ভাষার বিশ্বায়ন এবং বাংলা ভাষার ব্যবহার নিয়ে কাজ করে যাচ্ছি। বাংলার জন্য কাজ করা তো অপরাধ না।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিজয় মোবাইল থাকা মানে ব্যবহারকারীকে ফ্যাসিলিটেট করা। ব্যবহারকারীকে আরেকটা সফটওয়্যার ডাউনলোড করে বাংলা ব্যবহার করতে হবে না। ব্যবহারকারী তার মোবাইলে একটা সফটওয়্যার পাচ্ছেন। তিনি ব্যবহার করবেন, ফেলে দেবেন, নতুন ইনস্টল করবেন—কী করবেন সেটা সম্পূর্ণ ব্যবহারকারীর স্বাধীনতা।’

শুধু বিজয় নয়, একাধিক সফটওয়্যার ব্যবহারের নির্দেশনা আপনারা দেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিকজ একাধিক সফটওয়্যার স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড হলে সেগুলোও থাকতো। আপনারা স্ট্যান্ডার্ড বানিয়ে দেন, সেটাও ঢুকিয়ে দেওয়া হবে।’

ডিজিটাল বাংলাদেশ মেলা বৃহস্পতিবার

বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে ডিজিটাল বাংলাদেশ মেলা। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। মেলার আয়োজক ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এতে সার্বিকভাবে সহযোগিতা করছে দেশে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। ২৬ জানুয়ারি মেলা উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত থাকবেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক, মহাসচিব নাজমুল করিম ভুঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার।  বুধবার (২৫ জানুয়ারি) মেলা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসির ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চার দিনের মেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা কী কী ভ্যালু অ্যাড করে তা প্রদর্শন করবে। মেলায় থাকবে মুজিব কর্নার। থাকবে ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি) জোন। মোবাইল ফোন অপারেটররা মেলায় ফাইভ-জি লাইভ দেখাবে বলে জানা গেছে।

মেলায় মূল ইভেন্ট হিসেবে থাকবে আইওটি (ইন্টারনেট অব থিংস) জোন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইওটি জোনের বিভিন্ন স্টলে বসবেন। আইওটি খাতে নতুন কী ইনোভেশন আছে শিক্ষার্থীরা তা দেখাবেন। মেলায় সব মিলিয়ে ৮টি সেমিনার ও কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। মেলার প্রথম দিন ২টি, দ্বিতীয় দিন ৪টি এবং শেষ দিনে ২টি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল