দেশে মোবাইফোনের সিম ব্যবহারকারী এবং ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বাড়ছে। গত তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশে মোবাইল ফোনের সিম ব্যবহার বেড়েছে প্রায় ৩১ লাখ। বর্তমানে দেশে ব্যবহৃত মোবাইলে সিমের সংখ্যা ১৮ কোটি ৩৮ লাখ ৯০ হাজার। অপরদিকে একই সময়ে ইন্টারনেট গ্রাহকের সংখ্যাও বেড়েছে ১৭ লাখ। দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা পৌঁছেছে ১২ কোটি ৬১ লাখ ২০ হাজারে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে আরও জানা গেছে, দেশে বর্তমানে ব্যবহৃত মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৩৮ লাখ ৯০ হাজার। এরমধ্যে গ্রামীণফোনের ৮ কোটি ৩ লাখ, রবির ৫ কোটি ৫৫ লাখ, বাংলালিংকের ৪ কোটি ১৩ লাখ এবং টেলিটকের ৬৬ লাখ সিম ব্যবহার হচ্ছে। গত তিন মাস ধরে সিম ব্যবহারের হার বাড়ছে।
এক হিসেবে দেখা গেছে, গত বছরের জুন-জুলাই মাসে দেশে ব্যবহৃত মোবাইলে সিমের সংখ্যা দাঁড়ায় ১৮ কোটি ৪৫ লাখ ৫০ হাজার। এর পর থেকে সিম ব্যবহারের সংখ্যা কমতে থাকে। গত জানুয়ারি মাস থেকে সিম ব্যবহারের সংখ্যা আবারও বৃদ্ধির ধারায় ফেরে।
দেশে বর্তমানে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ২০ হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেটের গ্রাহক ১১ কোটি ৪০ লাখের বেশি এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক ১ কোটি ২০ লাখের বেশি।
গত তিন মাসে দেশে ইন্টারনেটের গ্রাহক বেড়েছে ১৭ লাখ। গত বছরের জুন মাসে দেশে ইন্টারনেটের গ্রাহক ছিল ১২ কোটি ৭৫ লাখ ৫০ হাজার। তারপর থেকেই গ্রাহক সংখ্যা কমতে থাকে। গত ফেব্রুয়ারি থেকে আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরলেও ইন্টারনেটের গ্রাহক সংখ্যা এখনও আগের অবস্থায় পৌঁছেনি।