ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। রবিবার (৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এই তথ্য জানায়।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঢাকাসহ ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে ৪০ থেকে কিলোমিটার বেগে অস্থায়ী ভাবে হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া ঝড় বয়ে যাচ্ছে। ঝড়ো বাতাসের সঙ্গে সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হচ্ছে। কোথাও হালকা আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে দিনাজপুর, সৈয়দপুর, ফেনী, মৌলভীবাজার, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।