X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, যানজটে নাকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ১৭:১৯আপডেট : ২০ মে ২০২৫, ১৭:৪০

বিকালেই সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে রাজধানীতে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বিকালে আকাশ অন্ধকার করে মুষলধারে বৃষ্টি পড়ছে প্রায় ঢাকাজুড়েই৷ একদিকে বৃষ্টি, অন্যদিকে যানজটে ভোগান্তির মাত্রা আরও বেড়ে গিয়েছে।

মঙ্গলবার (২০ মে) ভোর থেকে রাজধানীর আকাশ পরিষ্কার থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সূর্যের তেজ কমে আসতে শুরু করে। দুপুর নাগাদ আকাশ কালো হয়ে আসে। এরপর বেলা পৌনে দুইটা নাগাদ মতিঝিল, পল্টন, কাকরাইল, ফকিরাপুল, টিকাটুলি, গোপীবাগসহ আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টি ছিল হালকা ধরনের। বিকালের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদফতর। এরপর বিকালে আবহাওয়া হয় ঠিক তেমনই। ঘন কালো মেঘে ঢেকে গেছে ঢাকা। রাস্তার গাড়িগুলোর প্রায় সব হেডলাইট জ্বালিয়ে চালাতে বাধ্য হচ্ছে।

এদিকে সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ ব্লক করেছে ছাত্রদল। অন্যদিকে কাকরাইলের দিক থেকে মিছিল নিয়ে এসে কাকরাইল মসজিদের সামনে ব্লক করেছে বেতনের দাবিতে কয়দিন ধরে আন্দোলন করতে থাকা টিএনজেড-এর গার্মেন্টস কর্মীরা। এদিকে সরকারি বেসরকারি অফিস ছুটির এই সময়ে একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে যানজটের কবলে পড়ে নাস্তানাবুদ অবস্থা রাজধানীবাসীর।

একদিকে বৃষ্টি, অন্যদিকে তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী (ছবি: নাসিরুল ইসলাম)

বৃষ্টির সময় অফিস থেকে বের হলে যানবাহনের সংকট দেখা দেয় এমনিতেই। এরপর ভাড়ার মাত্রাও বাড়িয়ে দেয় রিকশাওয়ালা, সিএনজিওয়ালারা। ভোগান্তি তখন চরম আকার নেয়।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

/এসএনএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
দেড় ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে নোয়াখালী শহর
আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা বরদাশত করা হবে না: ডিএমপি
কদমতলীতে জুয়া খেলাকে কেন্দ্র করে যুবকের আত্মহত্যার অভিযোগ
সর্বশেষ খবর
এনবিআর অচলাবস্থা অব্যাহত, আলোচনায় সমাধান আসেনি
এনবিআর অচলাবস্থা অব্যাহত, আলোচনায় সমাধান আসেনি
সাবেক এমপি মান্নানের আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যুবদল-ছাত্রদলের ভাঙচুর
সাবেক এমপি মান্নানের আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যুবদল-ছাত্রদলের ভাঙচুর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
বগুড়ায় নাশকতার মামলায় কালের কণ্ঠের সাংবাদিক গ্রেফতার
বগুড়ায় নাশকতার মামলায় কালের কণ্ঠের সাংবাদিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন
ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন