X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ফেরার কথা ছিল ছয় মাস পর, ইফতারে বসে পেলেন জিম্মির খবর

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১৩ মার্চ ২০২৪, ১৭:৩৮আপডেট : ১৩ মার্চ ২০২৪, ২০:৩৩

উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র বহরে থাকা ২৩ নাবিক-ক্রু’র স্বজনরা। জিম্মি ২৩ জনের মধ্যে জাহাজটির চিফ অফিসার ক্যাপ্টেন মো. আতিক উল্লাহ খানও আছেন। তার বাসা চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নন্দনকানন রথের পুকুরপাড় এলাকার সুবর্ণ ফরিদ টাওয়ারের তৃতীয় তলায়।

বুধবার (১৩ মার্চ) দুপুরে ক্যাপ্টেন মো. আতিক উল্লাহ খানের বাসায় গিয়ে দেখা গেছে, জলদস্যুদের হাতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির জিম্মির খবরে দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের। তিন মাস আগে স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে যান তিনি। ছয় মাস পর ফিরে আসার কথা ছিল। এর মধ্যে তিনি জলদস্যুদের হাতে জিম্মি হয়ে পড়েছেন।

আতিক উল্লাহর মা ষাটোর্ধ্ব শাহানুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার (১২ মার্চ) আমি যখন ইফতার করতে বসেছি, এক চামচ মুখে দিতেই ছেলে (আতিক) ফোন করে বলে, আমাদের জাহাজে সোমালিয়ার জলদস্যুরা অ্যাটাক করেছে। যেকোনও মুহূর্তে আমাদের ওপর হামলা করতে পারে। আমাদের একটি কেবিনের ভেতর ঢুকিয়ে বন্দি করে রেখেছে। তবে এখন পর্যন্ত আমাদের শারীরিকভাবে কোনও ক্ষতি করেনি। ওরা ৫০ জনের মতো বন্দুক হাতে জাহাজের চারপাশে টহল দিচ্ছে। এখনও অক্ষত অবস্থায় আছি। আমার জন্য টেনশন করবেন না। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। ফোন রাখার ২০ মিনিট পর ভয়েস মেসেজ পাঠিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ওই ভয়েস মেসেজে বলেন, আমাদের সবার কাছ থেকে মোবাইল নিয়ে ফেলেছে। আমারটাও নিয়ে ফেলবে। আপনাদের সঙ্গে আর যোগাযোগ হবে না। আমাদের সোমালিয়ায় তাদের আস্তানায় নিয়ে যাচ্ছে। সেখানে নিয়ে যেতে আড়াই দিনের মতো সময় লাগতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের একমাত্র অবলম্বন আমার ছেলেসহ অন্যান্য নাবিকের মুক্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, তিনি যেন আমার ছেলেকে আমার মাঝে ফিরিয়ে দিতে উদ্যোগ নেন। এটাই আমাদের একমাত্র দাবি। জাহাজ মালিক কর্তৃপক্ষও যেন তাদের মুক্ত করে আনতে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। আমার ছেলেকে অক্ষত অবস্থায় ফেরত চাই।’

আতিকের বড় মেয়ের সঙ্গে মা শাহানুর বেগম

আতিক উল্লাহ খানের গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে। তার তিন মেয়ে। বড় মেয়ে ইয়াশা ফাতিমা তৃতীয় শ্রেণির ছাত্রী। মেজ মেয়ে উমাইজা মাহাবিন প্রথম শ্রেণির ছাত্রী এবং ছোট মেয়ে খাদিজা মাহাবিনের বয়স দুই বছর।

শাহানুর বেগম বলেন, ‘আমার পাঁচ মেয়ে দুই ছেলে। ছেলেদের মধ্যে বড় আতিক। সেই আমাদের পরিবারের একমাত্র অবলম্বন। তার উপার্জন দিয়েই চলে আমার পুরো পরিবার। ২০১৭ সালে তার বাবা মারা গেছেন। এরপর থেকে সংসারের হাল ধরেছে আতিক।’

আতিকের স্ত্রী মিনা আজমাইন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর বিপদের কথা শুনে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীর বিপদের কথা মনে করেই জ্ঞান হারাচ্ছেন মিনা আজমাইন।

আতিক উল্লাহর বড় মেয়ে ইয়াশা ফাতিমা বলেন, ‘আমার বাবা প্রতিদিন আমাকে ফোন করতো। কথা হতো। মঙ্গলবার থেকে বাবা আর ফোন করছে না। বাবার নাকি বড় বিপদ হয়েছে। আমার বাবা যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসে সেটাই চাই।’

স্ত্রী ও মেয়েদের সঙ্গে আতিক (ফাইল ছবি)

আতিক উল্লাহর ছোট ভাই মোহাম্মদ আব্দুল্লাহ খান আসিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বড় ভাই জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার খবর শুনে পুরো পরিবার উৎকণ্ঠায় আছি। যেভাবে হোক আমার ভাই যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসে এ দাবি আমাদের। জাহাজের মালিকপক্ষ যেন দ্রুত উদ্যোগ গ্রহণ করেন এ প্রত্যাশা করছি। মঙ্গলবার কয়েকটি অডিও ভয়েস পাঠিয়েছেন তিনি। সেখানে জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার কথা বলেছেন। দোয়া চেয়েছেন।’

আতিক উল্লাহর চাচাতো ভাই মেজবাহ উদ্দিন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ১৬ সেকেন্ডের একটি অডিও রেকর্ড আমার মোবাইলে পাঠিয়েছে আতিকুল। সেখানে সে বলেছে, তার জন্য দোয়া করতে। তাদের জলদস্যুরা জিম্মি করে সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে। আমরা বেশ চিন্তায় আছি। যতক্ষণ না তারা ছাড়া পাচ্ছে ততক্ষণ চিন্তা থেকে আমরা মুক্ত হবো না। জাহাজ মালিকপক্ষ এবং সরকার যেন তাদের ছাড়িয়ে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এ দাবি করছি।’

এদিকে, মেরিন অফিসার্সদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা জাহাজ মালিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। আমরা চাই যত দ্রুত জিম্মি নাবিকরা বন্দিদশা থেকে মুক্তি পাক। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একইভাবে ২৩ জনের পরিবারের স্বজনদের সঙ্গেও আমরা যোগাযোগ করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি।’

এর আগে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর পায় মালিকপক্ষ। এসআর শিপিংয়ের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কবির গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে সোমালিয়ান জলদস্যুরা। জাহাজে মোট ২৩ জন নাবিক-ক্রু ছিল। সবাই ভালো আছেন।’

আরও পড়ুন:

জলদস্যুদের কবলে থাকা ২৩ নাবিকের খোঁজখবর রাখছে বিএমএমওএ

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

ক্ষমা চাইতে মাকে কল, কথা বলার সময় ফোন কেড়ে নেয় জলদস্যুরা

/কেএইচটি/এমওএফ/
টাইমলাইন: সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
১৩ মার্চ ২০২৪, ১৭:৩৮
ফেরার কথা ছিল ছয় মাস পর, ইফতারে বসে পেলেন জিম্মির খবর
সম্পর্কিত
পশ্চিম তীরে ৩০ ফিলিস্তিনিকে আটক করলো ইসরায়েল
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
সর্বশেষ খবর
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার