X
শনিবার, ১১ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

জিহাদের গ্রামের বাড়িতে মাতম

মো. রফিকুল ইসলাম, মাদারীপুর
০২ মার্চ ২০২৪, ০১:০০আপডেট : ০২ মার্চ ২০২৪, ০১:০০

‘আপনারা আমার ছেলেকে ফিরিয়ে দিন। আমার কিছু দরকার নাই, আমি আমার ছেলেকে চাই। আমাগো টাকার দরকার নাই। আমি আমার জিহাদকে চাই। আমরা এখন কীভাবে বাঁচবো। আগুন আমার পরিবারটাকে শেষ করে দিয়ে গেলো।’ কেঁদে কেঁদে এই কথাগুলো বলছিলেন ঢাকার বেইলি রোডের বহুতল ভবনের ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত কর্মচারী মাদারীপুরের কালকিনি উপজেলার জিহাদ শিকদারের (২৫) বাবা জাকির শিকদার।

বৃহস্পতিবার রাতের ওই অগ্নিকাণ্ডে জিহাদের শরীরের অর্ধেক অংশ পুড়ে যায়। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার এ মৃত্যুর খবরে পরিবারের মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। শোকে বার বার জ্ঞান হারাচ্ছেন জিহাদের বাবা জাকির শিকদার। তাদের বাড়ি কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামারপুল গ্রামে। জিহোদের মৃত্যুর খবর আসার পর থেকে তার এলাকায় চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে জ্ঞানহীন অবস্থায় রয়েছেন জিহাদের বাবা-মা। তাদের কেউ দিতে পারছে না সান্ত্বনা।

দুপুরে জিহাদের মরদেহ গ্রামে আসলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এলাকা জুড়ে নেমে আসে বিষাদ। জিহাদের অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারি সহযোগিতা কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী। শুক্রবার বাদ জুমা জিহাদের লাশ নিজ বাড়িতে দাফন করা হয় জিহাদকে।

নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, পরিবারের হাল ধরতে তিন বছর আগে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন জিহাদ।। তার আয়ের টাকায় পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবেই দিন কাটছিল। কিন্তু হঠাৎ নিয়তির নিষ্টুর আঘাতে নিভে গেল জিহাদের জীবন প্রদীপ।

তার মায়ের সঙ্গে শেষ কথা হয় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে। শুক্রবার বিকালে মাটিতে গড়াগড়ি দিয়ে আহাজারি করছেন তার মা রহিমা বেগম। তিনি বলছেন, ‘আমার পোলা এবার রোজায় ইফতারি কিনে দিতে পারলো না। সে আমাকে ফোনে বললো মা কয়েকদিন পরে বেতন পাইয়া ইফতারির জন্য টাকা পাঠাবো। সেইটা আর হইলো না। বাবা তুই কই গেলি? কেন গেলি ঢাহা? তুই ফিরে আয় বাবা। আমরা কারে নিয়ে থাকবো?’

উপজেলার কয়ারিয়া ইউপি পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান নুরমোহাম্মদ মোল্লা বলেন, ‘আমি কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। জিহাদ একজন ভালো ছেলে ছিল। সে এভাবে আগুনে পুড়ে মারা যাবে কল্পনাতেও ভাবিনি।’

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, জিহাদের মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা নেই। তার পরিবার থেকে কোনও সহযোগিতা চাওয়া হলে সবসময় পাশে থাকবে উপজেলা প্রশাসন।

/এফএস/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ২১:৫১
০২ মার্চ ২০২৪, ০১:০০
জিহাদের গ্রামের বাড়িতে মাতম
সম্পর্কিত
রিমান্ড শেষে কারাগারে কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক
জেরুজালেমে জাতিসংঘের কার্যালয়ে আগুন দিলো ইসরায়েলি বিক্ষোভকারীরা
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
সর্বশেষ খবর
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
বালবির্নির হাফ সেঞ্চুরিতে পাকিস্তানকে হারালো আয়ারল্যান্ড
বালবির্নির হাফ সেঞ্চুরিতে পাকিস্তানকে হারালো আয়ারল্যান্ড
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র