X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

জন্মদিনের জামা আনা হয়নি মিথিলার বাবার

জহিরুল ইসলাম খান, মাদারীপুর
২১ আগস্ট ২০১৬, ০২:৩৪আপডেট : ২১ আগস্ট ২০১৬, ০৭:৪১

নিহত লিটুর কন্যা মিথিলা

২০০৪ সালের ১ সেপ্টেম্বর ছিল মাদারীপুরের যুবলীগ নেতা লিটন মুন্সী লিটুর একমাত্র মেয়ে মিথিলার প্রথম জন্মদিন। কথা ছিল  মেয়ের প্রথম জন্মদিনে ঢাকা থেকে নতুন জামা নিয়ে বাড়িতে আসবেন।  কিন্তু  সেই  জামা নিয়ে আর  বাড়ি ফেরা হয়নি তার। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় ঘটনাস্থলেই মারা যান লিটন মুন্সী ওরফে লিটু। আজও মিথিলা তার বাবার অপেক্ষায়। মা, দাদা-দাদী, নানা-নানীর মুখে শুনেছে বাবার কথা। বাবার স্মৃতি বলতে মিথিলার কাছে থাকা একটি ছবিই তার একমাত্র সম্বল।

প্রথম জন্মদিনের মাত্র এগার দিন আগে বাবাকে হারিয়েছে মিথিলা। এখন সে মাদারীপুরের স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।  বাবার কথা জিজ্ঞেস করতেই চুপসে যায় মিথিলা। কারণ, বাবার স্মৃতি বলতে তার কাছে আছে শুধু একটি কাগজের ছবি।

ফারজানা আক্তার মিথিলা জানায়,বাবাকে দেখেনি সে। তবে পড়ালেখা করে বাবার মতো মানুষ হতে চায়।

শেখ হাসিনার কোলে গ্রেনেড হামলায় নিহত লিটুর শিশু কন্যা মিথিলা, সেই ছবিটি ধরে আছে এখনকার মিথিলা

মাদারী শহরের পৌরসভা এলাকার বাসিন্দা মিথিলার নানা কাশেম বেপারী ও নানী রেহেনা বেগম জানান, গ্রেনেড হামলার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিটুর এক বছর বয়সী কন্যা ছোট্ট মিথিলাকে কোলে নিয়ে তখন আবেগ-আপ্লুত হয়ে পড়েন। বিগত দিনে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তাসহ বিভিন্ন ধরনের সাহায্য করেছেন।

বাবার মৃত্যুর পর থেকেই মিথিলা তার নানা-নানীর কাছে থাকছে।মিথিলার নানা কাশেম বেপারী বলেন,পড়াশোনাসহ মিথিলার  সব দায়িত্ব যদি সরকার নিতো, তবে তার একটা সুন্দর ভবিষ্যত গড়া সম্ভব হবে।

এছাড়াও গ্রেনেড হামলায় নিহত হন মাদারীপুরের কালকিনি উপজেলার রামারপোল গ্রামের বাসিন্দা  রিকশা চালক ও শ্রমিক লীগ নেতা নাসিরউদ্দিন ও ক্রোকিরচর গ্রামের মোস্তাক আহাম্মেদ। এসব পরিবারের সদস্যদের একমাত্র দাবি,তারা গ্রেনেড হামলাকারীদের উপযুক্ত বিচার চান।

এপিএইচ/

আরও পড়ুন:

আজ রক্তাক্ত ২১ আগস্ট

শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হয় যেভাবে

সেই জজ মিয়া এখন কোথায়?

গ্রেনেড হামলার এক যুগ: আর মাত্র দুই সাক্ষী বাকি

কান্না থামেনি রতনের পরিবারের

কুদ্দুসের পরিবার পালিয়েছিল ৬ মাস

নেত্রীর জীবন বাঁচাতে শহীদ হয়েছিলেন মুলাদীর সেন্টু

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস অবরোধ চলছে
রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস অবরোধ চলছে
লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
টিভিতে আজকের খেলা (২০ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ মে, ২০২৪)
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু