X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উদ্ধারের আকুতি জানাচ্ছেন তারা

সিলেট প্রতিনিধি
২৪ মার্চ ২০১৭, ১২:২৪আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১২:২৪

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানা ‘চিহ্নিত’ করা হয়েছে যে বাড়িতে তার ওপরে আটকে পড়া বাসিন্দাদের অনেকেই বাইরে ফোন করে উদ্ধারের আকুতি জানাচ্ছেন। আতিয়া মহল নামের এই বাড়ির আশপাশের প্রায় সব বাসা থেকেই লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে পাঁচতলা বাড়িটির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে ওপরের বাসিন্দাদের সরানোর ঝুঁকি নিচ্ছে না পুলিশ।

দক্ষিণ সুরমা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কাজ করেন নজরুল ইসলাম। তিনি আতিয়া মহলের দুই তলায় পরিবার নিয়ে থাকেন। তিনি তার অফিসের কয়েকজন সহকর্মীকে ফোন করে উদ্ধারের আকুতি জানান। ওই কোম্পানির সিলেট শাখার ইনচার্জ নাহিয়ান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। উৎসাহী জনতাকে দূরে সরিয়ে রাখছে পুলিশ

এদিকে সিলেট মেট্রোপলিটান পুলিশের মিডিয়া কর্মকর্তা জেদান আল মুসা জানান, ‘শুক্রবার ভোর থেকেই পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। সেখানে অভিযান চালানোর জন্য ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াতে টিমের জন্য অপেক্ষা করছি আমরা। ওই বাড়ির বাইরে তালা দিয়ে রাখা হয়েছে যাতে কেউ পালিয়ে যেতে না পারে। আমরা আপাতত অভিযানের একটি স্ক্যাচ ম্যাপ তৈরি করে রেখেছি। পরে সোয়াত টিম পৌঁছালে তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আতিয়া মহলের সামনের বাসার বাসিন্দা এমদাদ মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার ভোর থেকেই আশপাশের বাড়িগুলো খালি করছিল পুলিশ। তবে আতিয়া মহলের নিচ তলায় জঙ্গিরা থাকায় এই বাড়ির ও তার সামনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঝুঁকি পুলিশ নিচ্ছিলো না। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনের বাসার ৩০ থেকে ৪০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। পাঠান পাড়ায় জহির তাহির উচ্চ বিদ্যালয়ে তাদের রাখা হয়েছে। সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

এর আগে সকালে পুলিশ জানায়, অভিযান শুরু হবে এই বিষয়টি টের পাওয়ার পরপরই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা ‘আল্লাহু আকবর’ আওয়াজ তোলে। সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়। জঙ্গিরা তাদের ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছে বলেও পুলিশ জানিয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় এই জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। সিটি করপোরেশন এলাকার ২৭ নম্বর ওয়ার্ডে বাড়িটির অবস্থান। সকাল নাগাদ বাড়ির আশপাশের ৫০ থেকে ৬০ গজ পর্যন্ত এলাকার ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে।

/এফএস/

আরও পড়ুন- 

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও 

‘আল্লাহু আকবর’ ধ্বনি দেয় জঙ্গিরা

'আতিয়া মহল’ থেকে গ্রেনেড ছোড়া হয়েছে

ঢাকা থেকে সিলেট যাচ্ছে সোয়াত

জানুয়ারিতে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা