X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছাত্রীদের নিরাপদে হলে পৌঁছে দেওয়াটাই এখন বড় বিষয়: ঢাবি প্রক্টর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ০৪:২৩আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ০৪:৩৬

এক পর্যায়ে টিএসসিতে অবরুদ্ধ হয়ে পড়েন আন্দোলনকারীরা কোটা সংস্কারের আন্দোলনে যেসব ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আটকা পড়েছেন, তাদের হলে পৌঁছে দেওয়াকেই এখন সবচেয়ে বড় বিষয় বলে মন্তব্য করেছেন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, ‘টিএসসিতে যেসব ছাত্রীরা অবস্থান করছে, তাদের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিরাপত্তা। আমরা তাদের নিরাপদে হলগুলোতে দিয়ে আসতে চাই।’
রবিবার (৮ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৪টার দিকে প্রক্টর গোলাব রব্বানী এসব কথা বলেন। এর আগে, রবিবার দিবাগত রাত ৩টার দিকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা টিএসসিতে অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্পটে অবস্থান নেন।
টিএসসিতে অবরুদ্ধ শিক্ষার্থীদের সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করার সময় প্রক্টর গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কোনও পক্ষের এখন বাড়াবাড়ি করা ঠিক হবে না। যা ঘটার, ঘটে গেছে। আমরা সিনেট সদস্যরা ও প্রশাসনের লোকজন আছি। আমরা সবার সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। আহত শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যথেষ্ট পুলিশ সদস্য মোতায়েন করা আছে।’ পুলিশ কেন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করেছে ও লাঠিচার্জ করেছেন- শিক্ষার্থীরা এর জবাব চাইলে প্রক্টর বলেন, ‘এ বিষয়ে তদন্ত হবে। তদন্ত করে এর বিচার করা হবে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়া।’
উপাচার্যের বাসভবনের সামনে আগুন দেন আন্দোলনকারীরা উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার দুপুর ২টায় শাহবাগে অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। রাত পৌনে ৮টার দিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা ঢাবি ক্যাম্পাসে অবস্থান নেন। পরে তারা ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে উপাচার্যের বাসভবনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়।
এদিকে, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আন্দোলনকারীদের সঙ্গে সোমবার সকাল ১১টায় সরকারের বৈঠকের প্রস্তাব দেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা টিএসসির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট দখলে নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত টিএসসিতে আটকা পড়া আন্দোলনকারীদের বের করে নিয়ে আসছেন ঢাবি প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী।
আরও পড়ুন-
অশুভ শক্তি গুজব রটিয়ে বেড়াচ্ছে: নানক

শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

ঢাবি উপার্যের বাসভবনে ভাঙচুর, গাড়িতে আগুন

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীরা

কোটা সংস্কার আন্দোলন: গোলাপ না নিয়ে পিছু হটলো পুলিশ

ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে, আন্দোলনকারীরা টিএসসিতে

মুখোশধারীরা আমার বাসভবনে হামলা চালিয়েছে: ঢাবি উপাচার্য

কোটা সংস্কার আন্দোলন: সকাল ১১টায় বৈঠকের প্রস্তাব সরকারের

কোটা সংস্কার আন্দোলন: পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলে আহত ৩১

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ও লাঠিচার্জ ( ভিডিও)

/আরজে/এসও/এআর/টিআর/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা