X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৬:৫৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৯:১৩





কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে রবিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের পদযাত্রা শুরু হয়। পরে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে পদযাত্রাটি শাহবাগ মোড়ে আসে। এরপর বিকাল ৩টা থেকে সেখানেই অবস্থান করছে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ কর্মসূচিতে অংশ নিয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। তারা রাস্তায় অবস্থান নেওয়ায় শাহবাগ মোড়কে ঘিরে চারপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারী উজ্জ্বল মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা দিয়েছেন কোটা পূর্ণ না হলে মেধাবীরা সেখানে সুযোগ পাবেন। কিন্তু কয়েকদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে কোটা থেকে কোটা পূর্ণ করা হবে। অর্থাৎ নারী কোটা ও জেলা কোটা দিয়ে কোটা পূর্ণ করা হবে। আমাদের দাবি হলো কোটা সংস্কার করতে হবে। বিকাল ৫টায় সংসদে অধিবেশন বসার কথা রয়েছে। আমরা সংসদ থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত চাই।’
আন্দোলনরত আরও কয়েকজন শিক্ষার্থী বলেন, চাকরিতে কোটা সব মিলিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি করছি আমরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

/আরএআর/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল