X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলন: গোলাপ না নিয়ে পিছু হটলো পুলিশ

ঢাবি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৮, ১৯:২০আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৯:২৫

কোটা সংস্কারের দাবিতে রাজধানী শাহবাগে জড়ো হয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। অন্যদিনের মতো পুলিশের বাধারও সম্মুখীন হয় তারা। আন্দোলনরত চাকরিপ্রার্থীরা পুলিশ যেন ‘গলাটিপে’ না ধরে সেজন্য ‘ভাই বলে ডেকে’ খাতির করার চেষ্টা করেন। তখন পুলিশ একটু নরম হয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অবস্থানকে কেন্দ্র করে একপাশে অবস্থান নেয়। এরপর আন্দোলনকারীদের দৃষ্টি পড়ে শাহবাগের ফুলের দোকানে। সঙ্গে সঙ্গেই তারা লাল গোলাপ হাতে তুলে পুলিশকে শুভেচ্ছা জানাতে এগিয়ে যান। তখন পুলিশ লাল গোলাপ না নিয়ে রাস্তা থেকে সরে দাঁড়ায়।

আন্দোলনকারীরা পুলিশের প্রতি গোলাপ তুলে দিচ্ছেন এ সংবাদ লেখা পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের রাস্তা অবরোধ করে রেখেছেন। একই সঙ্গে ‘কোটা সংস্কার চাই’ স্লোগান দিয়ে আওয়াজ তুলছেন, সঙ্গে চলছে দেশাত্মবোধক গান। এছাড়া ‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগানও দিচ্ছেন।

এর আগে, বিকাল তিনটা থেকে প্রায় তিন হাজার চাকরিপ্রার্থী শাহবাগ মোড়ের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে শাহবাগের সব সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে গাড়ি চলাচল করতে না পারায় বিপাকে পড়ছেন হাজারও যাত্রী।

গোলাপ হাতে আন্দোলনকারীরা পুলিশের বাধার বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারী ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রথমে পুলিশকে ভাই সম্বোধন করি। কিন্তু তারপরও পুলিশ আমাদের আটকে রাখে। পরে বিশৃঙ্খলা না করে আমরা পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে পুলিশ রাস্তা থেকে সরে দাঁড়ায়।’ 

আরও পড়ুন: শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

গোলাপ হাতে আন্দোলনকারীরা ধানমন্ডি জোনের এডিসি আবদুল্লাহিল কাফি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আন্দোলনকারীদের সঙ্গে কোনোধরনের বিরোধপূর্ণ আচরণ করিনি। তাদের রাস্তা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলেও তারা শোনেনি। তাই আমরা তাদের থেকে দূরে অবস্থান করছি।’

/এসআইআর /আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত