X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টিকিট পাওয়ার পর যা যা করতে হবে সৌদিগামী প্রবাসীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:২৪

টিকিটের জন্য সৌদি প্রবাসীদের ভিড় আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর বাংলাদেশিদের সৌদি আরবে কর্মস্থলে ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পাচ্ছেন সৌদি প্রবাসীরা। তবে টিকিট পাওয়ার পর সৌদি আরব যেতে বেশ কিছু শর্ত ও নিয়ম অনুসরণ করতে হবে প্রবাসীদের। এসব নিয়ম অনুসরণ না করলে ফ্লাইটে যেতে না পারার ঝুঁকির পাশাপাশি সৌদিতে হতে পারে বড় অঙ্কের জরিমান।

দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীদের ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে যেতে হবে। সৌদির নিয়ম অনুসারে বৈধ ভিসাধারী যাত্রীরা (বহির্গমন/ প্রবেশ/আবাস/ ইকামাহ এবং ভ্রমণ) সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে প্রবেশ করতে পারবেন। সৌদিগামী যাত্রীদের তাদের “আবশার” (“Absher”) অ্যাকাউন্ট থেকে ভিসার বৈধতা যাচাই করতে পারবেন। “আবশার” (“Absher”) অ্যাপ নামানো যাবে এই লিঙ্ক থেকে। 

সৌদি আরবের নিয়মানুসারে, করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক। একই সঙ্গে করোনা পরীক্ষার নমুনা জমা দেওয়ার ৪৯ ঘন্টার মধ্যে আগ্রহীদের সৌদি আরবে পৌঁছাতে হবে। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন কেন্দ্রেই সৌদি আরবগামীদের পরীক্ষা করতে হবে। মহাখালীর আন্তঃজেলা বাসস্ট্যান্ডের কাছে ডিএনসিস মার্কেটে এই স্যাম্পল কালেশন বুথ সকাল ৯টা থেকে খোলা থাকে। করোনা পরীক্ষার জন্য ১৫০০ টাকা দিতে হবে একজন প্রবাসীকে। ৪৮ ঘণ্টার সময় গণনা শুরু হবে নমুনা সংগ্রহের সময় থেকে। করোনা টেস্ট করার সময় প্রবাসীকে ফ্লাইটের টিকিট ও পাসপোর্টের ফটোকপি সঙ্গে নিতে হবে। সপ্তাহে সাত দিনই এখানে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা শেষে মোবাইলে মেসেজের মাধ্যমে রেজাল্ট জানানো হয়। যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ টেস্ট ফলাফলের ছয়টি কপি সঙ্গে রাখতে হবে। রাজধানীর মহাখালীতে ডিএনসিস করোনা স্যাম্পল কালেকশন কেন্দ্র থেকে করোনা পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করা যাবে। এছাড়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও করোনা পরীক্ষার রিপোর্ট প্রিন্ট করে নেওয়া যাবে। এজন্য করোনা পরীক্ষার সময় দেওয়া মোবাইলনম্বর দিলেই ওয়েবসাইটে পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। এছাড়া ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হতে হবে। প্রত্যেক যাত্রীর সঙ্গে স্মার্ট মোবাইল ফোন থাকতে হবে।

বিমানে বোর্ডিংয়ের আগে যাত্রীদের অবশ্যই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের disclaimer form পূরণ এবং স্বাক্ষর করতে হবে এবং সৌদি বিমানবন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে বিমান বন্দর স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেন্দ্রে পূরণকৃত ও স্বাক্ষরকৃত ফরমটি জমা দিতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করা যাবে।

যাত্রীদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা নিয়ন্ত্রণ এবং পদক্ষেপগুলো মেনে সৌদি আরবে প্রবেশ করতে হবে। নির্দেশাবলী অমান্য করার ফলে সিভিল অ্যাভিয়েশন আইনের ১৬৩ অনুচ্ছেদ অনুযায়ী বিশাল জরিমানা গুনতে হতে পারে। নিজ বাসায় সেলফ কোয়ারেন্টিনে থাকার সময় যাত্রীদের অবশ্যই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের disclaimer form এ উল্লেখিত পূর্ব সতর্কতামূলক পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে।

যাত্রীদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালইয়ের disclaimer form (অনুচ্ছেদ-২) এ উল্লেখিত ‘Tataman and Tawakkalna’ Apps ডাউনলোড করতে হবে। 

Tawakkalna অ্যাপস মোবাইলে ডাউনলোড করা যাবে এই লিঙ্কে গিয়ে। 

Tataman অ্যাপস মোবাইলে ডাউনলোড করা যাবে এই লিঙ্কে প্রবেশ করে।

সব যাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর ৮ ঘন্টার মধ্যে Tataman app এর মাধ্যমে আবাসস্থলের অবস্থান জানাতে হবে। সৌদিতে পৌঁছানোর পর সাত দিন নিজের বাসায় সেলফ কোয়ারেন্টিনে থাকতে হবে। সব যাত্রীকে কোভিড-১৯ এর উপসর্গগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। কোনও উপসর্গ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ৯৩৭ এ কল করতে হবে। প্রয়োজনে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র যেতে হবে। এছাড়া Tataman app এ যাত্রীদের অবশ্যই প্রতিদিনের স্বাস্থ্য মূল্যায়ন করতে হবে।


আরও পড়ুন:

যেভাবে সৌদি প্রবাসীদের টিকিট দেবে বিমান

বৃষ্টি উপেক্ষা করে টিকিটের আশায় জড়ো প্রবাসীরা

ফ্লাইট ছাড়ার সাড়ে তিন ঘণ্টা আগে আসলো করোনা পরীক্ষার ফল

সৌদি আরবে পৌঁছেছেন আরও ৩০২ জন 

রাতে ফ্লাইট, এখনও হাতে আসেনি করোনা পরীক্ষার ফল

করোনা পরীক্ষার দুশ্চিন্তায় ম্লান হলো টিকিট পাওয়ার আনন্দ

সৌদিতে আরও ফ্লাইটের অনুমতি পেলো বিমান

সৌদি আরবে আকামার মেয়াদ বাড়লো ২৪ দিন

আটকে পড়া সৌদি প্রবাসীদের জন্য বিমানের দুই ফ্লাইট

সৌদি প্রবাসীদের ঢাকায় ভিসা পেতে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সৌদি যেতে লাগবে স্মার্ট ফোন, শর্ত না মানলে জরিমানা 

সৌদি আরব পৌঁছেছেন ২৫২ প্রবাসী

কাজ হারানোর শঙ্কায় এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও

৫৪ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে সৌদি আরবের চাপ, মানবে না বাংলাদেশ 




/সিএ/টিটি/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ