X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইশারা ভাষায় শিশুদের ব্যতিক্রমী বিজয় উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৯, ১৬:০৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৬:১৫





ইশারা ভাষায় শিশুদের ব্যতিক্রমী বিজয় উদযাপন মহান বিজয় দিবসে নানা আয়োজনে শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হচ্ছে। কিছুটা ব্যতিক্রমী থিম নিয়ে বিজয় উৎসব পালন করেছে মোহাম্মদপুরের হানি বিস প্রি-স্কুল। এদিন শিশুরা জাতীয় সংগীত গায় ইশারা ভাষায়। শিশুদের প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়ে দেওয়া হয় গাছ।


সোমবার (১৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে শিক্ষার্থীরদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ও অভিভাবকরা।
জাতীয় সংগীত শেষে সবুজ সুন্দর বিশ্ব গড়ার উদ্দেশ্যে শিশুদের হাতে তুলে দেওয়া হয় গাছ। তাদের কাছে গাছের গুরুত্ব তুলে ধরা হয়। সেইসঙ্গে বুঝানো হয় প্লাস্টিক কীভাবে পরিবেশের জন্য ক্ষতিকর। এজন্য শিক্ষার্থীদের তাদের বাসার ব্যবহৃত ফেলনা প্লাস্টিক বোতল নিয়ে আসতে বলা হয়। যা বিক্রি করে স্কুল কর্তৃপক্ষ তাদের হাতে তুলে দেয় একটি করে গাছের চারা।
ইশারা ভাষায় শিশুদের ব্যতিক্রমী বিজয় উদযাপন স্কুলটির ডিরেক্টর ইনচার্জ তানিয়া ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণত বিজয় দিবসে স্কুলগুলোতে লাল সবুজ পোশাক পরে জাতীয় সংগীত গাওয়া হয়। তাই আমরা এর সঙ্গে নতুনত্ব আনতে চেষ্টা করেছি। বাসা থেকে পুরাতন প্লাস্টিকের ফেলনা জিনিস নিয়ে আসতে বলেছি। সেগুলো বিক্রি করে সেই অর্থ দিয়েই তাদের গাছ কিনে দিয়েছি। প্লাস্টিকের কুফলটা তাদের বোঝানোর চেষ্টা করেছি। এর মাধ্যমেই মনে হচ্ছে আমরা পরিবেশের জন্য কিছু একটা করলাম। আশা করবো, আমাদের শিশুরা পরবর্তীতে এটা ধরে রাখবে।’
অভিভাবক মেহজাবিন বলেন, ‘স্কুলটির এমন উদ্যোগ অসম্ভব ভালো লেগেছে। এই আয়োজন জাতীয়ভাবে সকল স্কুলগুলোতে চালু হলে উপকৃত হবে সবাই।’
আরেক অভিভাবক বোরহান আহমেদ বলেন, ‘স্কুলের এই আয়োজন থেকে আমার মনে হয় শিশুরা বৃক্ষ রোপণের গুরুত্ব বুঝবে। এটা সময়োপযোগী আয়োজন।’
ইশারা ভাষায় শিশুদের ব্যতিক্রমী বিজয় উদযাপন বিশেষ এই স্কুলটি সম্পর্কে তানিয়া ইসলাম জানান, এটি একটি ইনক্লুসিভ স্কুল। এখানে ট্রিপিকাল শিশুরা যেমন আছে, সাধারণ শিশুরাও আছে। প্রতিটি শিশুই আমাদের কাছে স্পেশাল। প্রতিটি শিশুর বয়স হিসেবে কী আচরণ করা উচিৎ, সেই হিসেবে একটা ইন্ডিকেটর করে প্রতিটি শিশুর ডেভেলপমেন্টে কাজ করি।

/এইচএন/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ