X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

গ্রিন ফ্রিডম শর্ট ফিল্ম কম্পিটিশনে চ্যাম্পিয়ন নটরডেম ইউনিভার্সিটি

ক্যাম্পাস প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৬, ১৭:৩৩আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৭:৩৬
image

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ফেড্রিক ন্যুম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (বাংলাদেশ) কর্তৃক আয়োজিত গ্রিন ফ্রিডম শর্ট ফিল্ম কম্পিটিশন ২০১৬- এর গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের ‘সম্পর্ক।’ প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘সবুজে স্বপ্ন’ এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘দ্য আননোন সিটি।’

বিজয়ী ও অন্যান্য অতিথিদের সঙ্গে প্রধান অতিথি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গতকাল ২০ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রফেসর ড. এম গোলাম রহমান, প্রধান তথ্য কমিশনার, তথ্য কমিশন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টিভি ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জাহাঙ্গীর হোসাইন, ফেড্রিক ন্যুম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (বাংলাদেশ)-এর অনুষ্ঠান নির্বাহী সিহিন্তা সাবিন খান ও চলচ্চিত্র নির্মাতা প্রশন রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এ এম এম হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান ও পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. এবিএম কামাল পাশা।  

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পায় এক লক্ষ টাকা ও ক্রেস্ট। প্রথম রানার্স আপ ৫০ হাজার টাকা ও ক্রেস্ট এবং দ্বিতীয় রানার্স  আপ ২৫ হাজার টাকা ও ক্রেস্ট পায় উপহার হিসেবে। সেই সাথে চূড়ান্ত পর্যায়ের সকল প্রতিযোগীকে সার্টিফিকেট প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মোট ৭৩টি দল অংশগ্রহণ করে। সেখান থেকে নয়টি দল চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছিল। সেখান থেকে বিচারকদের নম্বর ও ফেসবুক ভোটের মাধ্যমে শীর্ষ তিন নির্ধারণ করা হয়।

মানুষের মাঝে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ফেড্রিক ন্যুম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম গ্রিন ফ্রিডম শর্ট ফিল্ম কম্পিটিশন ২০১৬ এর আয়োজন করে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল