X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

২০ দলীয় জোটভুক্ত জমিয়তের তিন নেতা এখন পাকিস্তানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৭, ১৫:০৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৫:২৯

পাকিস্তানে বাংলাদেশ জমিয়তের তিন নেতা জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (ফজলুর রহমান গ্রুপ) উদ্যোগে শতবার্ষিকী সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে গেছেন বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের তিন কেন্দ্রীয় নেতা। তারা হলেন, জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,  সহকারী মহাসচিব মাওলানা মাসউদুল করিম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, পাকিস্তান জমিয়তের শতবার্ষিকী উপলক্ষেই তারা পাকিস্তান গেছেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন আজ শুক্রবার। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশাওয়ারে অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক সম্মেলন। ধারণা করা হচ্ছে, এই সম্মেলনে ৩৭ দেশের নেতারা উপস্থিত হবেন। পাকিস্তান জমিয়তের সম্মেলনের মঞ্চ

জমিয়তের সূত্র জানায়, গত ২ এপ্রিল বাংলাদেশের তিন নেতা পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আগামী ১০ বা ১১ এপ্রিলের দিকে দেশে ফিরবেন তারা।

জমিয়ত সূত্র জানায়, পাকিস্তানে জমিয়তে উলামায়ে ইসলাম দুই গ্রুপে বিভক্ত। মাওলানা সামীউল হকের নেতৃত্বে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম (এস) ও মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম (এফ)। উভয় গ্রুপই পাকিস্তানের বর্তমান মুসলিম লীগের নওয়াজ শরিফ সরকারের শরিক। বাংলাদেশে জমিয়তের সভাপতি হিসেবে মাওলনা আব্দুল মুমিন ও নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাছ। মহাসচিব হিসেবে আছেন হেফাজতের ঢাকা মহানগর আমির মাওলানা নূর হোসাইন কাসেমী। পাকিস্তানের পেশোয়ারে অনুষ্ঠিত জমিয়তের সম্মেলনের ছবি

যদিও মাওলানা আবদুর রবি ইউসুফী তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘৫ এপ্রিল দুপুর ১টায় ইসলামাবাদ আন্তর্জাতিক এয়ার পোর্টে পৌঁছালে আমাদেরকে স্বাগত জানান দায়িত্ব প্রাপ্ত জনাব এজাজ আহমদ৷ কিছুদূর অগ্রসর হলে হাইওয়ে হোটেলে অপেক্ষমান দরখাস্তী (রহ্) এর সাহেবজাদা জামীলুর রহমান দরখাস্তী, আজমল খান লাহুরী (রহ) এর ছাহেবজাদা আমজাদ খান লাহুরীসহ প্রায় বিশজন নেতাকর্মী৷ এর পর গাড়ি বহর রওয়ানা দেয় পেশাওয়ারের উদ্দেশে। সেখানে মেহমানখানায় পূর্ব থেকেই অপেক্ষায় ছিলেন সিনংটর মাওলানা আতাউর রহমান৷ আমরা বর্তমানে মেহমান খানায় অবস্থান করছি।’

/এসটিএস/এসটি/এফএস/

আরও পড়ুন- 

প্রটোকল ভেঙে বিমানবন্দরে হাসিনাকে স্বাগত জানালেন মোদি


প্রধানমন্ত্রীর দিল্লি সফর: পানি নিয়ে ‘ঘোলা জল’ পরিস্থিতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ