X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ঢাকায় নির্মাণ ও গৃহসজ্জা শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ২৩:১৫আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২৩:১৫

ঢাকায় শুরু হয়েছে নির্মাণ অবকাঠামো, কাঠ, লাইটিং এবং ইন্টেরিয়র-এক্সটেরিয়র সংশ্লিষ্ট শিল্পের সর্বাধুনিক উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য প্রদর্শনী। বৃহস্পতিবার থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয় তিনদিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী।

প্রদর্শনীর উদ্বোধন করছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ আয়োজিত প্রদর্শনী চারটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় তিনি বলেন, ‘প্রদর্শনীগুলোয় বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, তুরস্ক, সিঙ্কাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তাইওয়ান, ইতালি এবং জার্মানির প্রায় ২০০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সত্যিই আমাকে অভিভূত করেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমাদের বাজারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে বরাবরই স্বাগত জানাই। যৌথ উদ্যোগ হিসেবে আমাদের সরকার বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে এবং বাংলাদেশে ব্যবসা করার জন্য বিভিন্ন আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিয়ে থাকে। আমি আশা করবো এই প্রদর্শনীগুলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে চমৎকার এবং ফলপ্রসূ অংশীদারীত্বের ভিত্তিতে এক জায়গায় একত্রিত করতে সহযোগিতা করবে।’

‘ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড’ এবং ‘এফ টাচ ইভেন্টস লিমিটেডে’র সঙ্গে যৌথভাবে প্রর্দশনী চারটির আয়োজন করেছে ‘আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড।’ প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেডের এমডি তরফদার মোহাম্মদ রাউহুল আমিন, জেট হোল্ডিংস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের এজিএম তাজুল ইসলাম, পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জয়েন্ট সেক্রেটারি রাকেশ সাংগ্রাই, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টাস এসোসিয়েশনের চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি