X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

৬ বছর পর শিশু একাডেমী সাহিত্য পুরস্কার প্রদান

হাসনাত নাঈম
১০ মার্চ ২০১৮, ১৮:২৩আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৮:৩০

৬ বছর পর শিশু একাডেমী সাহিত্য পুরস্কার প্রদান দীর্ঘ ছয় বছর পর আবারও দেওয়া হলো অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার। শনিবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমীর অডিটোরিয়ামে এ পুরস্কার দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, অগ্রণী ব্যাংকের চেয়াম্যান ড. জায়েদ বখত ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলামসহ আরও বেশ কয়েকজন। আর অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সাহিত্য তৈরি করা কষ্টকর কিন্তু চেষ্টা করলে যে কেউই করতে পারে। আমি নিজেও বারো বছর বয়সে প্রথম একটা প্রবন্ধ লিখে পুরস্কার পেয়েছিলাম। যারা শিশু সাহিত্য লিখেন তাদের মধ্যে একটা অন্যরকম শক্তি থাকে। তারা সহজে শিশুদের আয়ত্ত করতে পারে। আর এই শিশুরাই আগামী দিনের ভবিষৎ।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা প্রায় প্রতিটি শিশুর স্কুলে যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছি। এখন ঝরে পড়া শিশুর পরিমাণও কম। এটা আমাদের গর্বের বিষয়। আমি আশা করি যারা এই শিশুদের নিয়ে সাহিত্য লিখেন, বিশেষ করে আজ যারা এই শিশু সাহিত্য লিখে পুরস্কার পাচ্ছেন আপনারা আগামীতে এই পুরস্কারের মর্যাদা অক্ষুণ্ন রাখবেন।

শিশু একাডেমীর মহাপরিচালক ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, বর্তমানের ছোট্ট সোনামনিরা আমাদের দেশের সম্পদ। তাদের সুন্দর একটা পৃথিবী তৈরি করে দেওয়া আমাদের কর্তব্য। শিশু সাহিত্য যারা রচনা করেন, তারাই হচ্ছেন মূলত শিশুদের শিক্ষক। কারণ, শিশুর বোধগম্য করে লিখে তারাই শিশুদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। আশা করি, আগামীতেও আপনারা শিশু বিকাশের সহায়ক হিসেবে পাশে থাকবেন।

পুরস্কার নিচ্ছেন বিজয়ীরা অগ্রণী ব্যাংকের চেয়াম্যান ড. জায়েদ বখত বলেন, আমরা ১৯৮১ সাল থেকে শিশু সাহিত্যের জন্য কাজ করছি। শিশু সাহিত্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। কারণ, শিশুরাই আমদের নতুন প্রজন্ম। আমি আশা করছি আজীবন এই শিশু সাহিত্য সম্মাননার সঙ্গে থাকবে অগ্রণী ব্যাংক।

১৯৮১ সাল থেকে বাংলাদেশের শিশু সাহিত্যিকদের এই সম্মাননা বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে দিয়ে আসছে অগ্রণী ব্যাংক। নানা জটিলতায় এই সম্মাননা ছয় বছর দেওয়া হয়নি।

এবছর পূর্বের নাম বদলিয়ে ‘অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার’ নতুন নামে আবার চালু হলো এই সম্মাননা।

বিগত পাঁচ বছর সহ এবার ৭টি ক্যাটাগরিতে মোট ৩৯ জনকে পুরস্কৃত করা হলো।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
আবেদআলী মামার সংসার
আবেদআলী মামার সংসার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি