X
সোমবার, ১৪ জুন ২০২১, ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

ডিএসইতে প্রধান সূচক ১৩, সিএসইতে বেড়েছে ২১ পয়েন্ট

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৪:৫৯

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ২১ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৯৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ১১৩৫ কোটি ৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৬০ কোটি ৪২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১০৫৪ কোটি ৯৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৯৪ কোটি ৫৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৫৩ পয়েন্ট কমে এক হাজার ২৭০ পয়েন্টে এবং ৫ দশমিক শূন্য পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯১৩ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৬৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস ক্যাবলস, পেনিনসুলা, কেডিস এক্সেসারিজ, নাহি অ্যালুমিনিয়াম, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, মনো সিরামিক, স্কয়ার ফার্মা, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, ইফাদ অটোস এবং আমিন ফুড।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩২ কোটি ৮৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৮০ কোটি ১১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪৭ কোটি ২৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২১ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৮২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩০ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৮৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২১  দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার  ৬৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৪৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, বিবিএস ক্যাবলস, বেক্সিমকো, পেনিনসুলা, রংপুর ফাউন্ডারি লিমিটেড, লাফার্জ হোলসিম, এসকে ট্রিমস অ্যান্ড লিমিটেড, পেসিফিক ডেনিমস লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

/এসএসএ/

সর্বশেষ

টিকা সংগ্রহে অক্লান্ত চেষ্টা বাংলাদেশের

টিকা সংগ্রহে অক্লান্ত চেষ্টা বাংলাদেশের

ছয় দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

ছয় দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

পাকিস্তানে সাড়া ফেলেছেন গান গাওয়া নকল ট্রাম্প

পাকিস্তানে সাড়া ফেলেছেন গান গাওয়া নকল ট্রাম্প

ভার্চুয়াল আদালতের মাধ্যমে আরও ১৫০১ হাজতির জামিন

ভার্চুয়াল আদালতের মাধ্যমে আরও ১৫০১ হাজতির জামিন

বাঘায় ৫০০ বছর পুরনো মসজিদের দেয়ালে আমের গল্প

বাঘায় ৫০০ বছর পুরনো মসজিদের দেয়ালে আমের গল্প

সাভারে নীলা হত্যা: মিজানসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট

সাভারে নীলা হত্যা: মিজানসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট

১ জুলাইয়ের পর কী হবে?

১ জুলাইয়ের পর কী হবে?

টিভিতে আজ

টিভিতে আজ

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ব্যবসা সহজীকরণের উদ্যোগ চায় বিজিএমইএ

ব্যবসা সহজীকরণের উদ্যোগ চায় বিজিএমইএ

কিস্তি মেয়াদোত্তীর্ণ গ্রাহকরা আমদানি পরবর্তী ঋণ পাবেন না

কিস্তি মেয়াদোত্তীর্ণ গ্রাহকরা আমদানি পরবর্তী ঋণ পাবেন না

সাগর উত্তাল: এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসের সংকট

সাগর উত্তাল: এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসের সংকট

ভ্যাট নিবন্ধন নিলো ফেসবুক

ভ্যাট নিবন্ধন নিলো ফেসবুক

হোটেল-রেস্তোরাঁ থেকে ২৩শ' কোটি টাকা ভ্যাট আদায় সম্ভব

হোটেল-রেস্তোরাঁ থেকে ২৩শ' কোটি টাকা ভ্যাট আদায় সম্ভব

© 2021 Bangla Tribune