X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

স্ত্রী নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

বগুড়া প্রতিনিধি
১৭ মে ২০১৯, ১১:৪০আপডেট : ১৭ মে ২০১৯, ১২:৪৯




বন্ধুর ছুরিকাঘাতে নিহত বাদল বগুড়ার সান্তাহারে দুই বন্ধু পরস্পরের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং এ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে এক বন্ধুর ছুরিকাঘাতে অন্য বন্ধু নিহত হয়েছেন। আদমদীঘি উপজেলার সান্তাহারের পশ্চিম লোকো কলোনি এলাকায়  এ ঘটনা ঘটে। আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সান্তাহারের পশ্চিম লোকো কলোনি এলাকার শহিদুল ইসলামের ছেলে বাদল ও পার্শ্ববর্তী নওগাঁ সদরের কালিতলার আফতাব আলীর ছেলে রেজাউল করিম প্রায় দু’বছর আগে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলায় বগুড়া জেলে ছিলেন। তখন তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। জামিনে ছাড়া পাওয়ার পরও তাদের মধ্যে বন্ধুত্ব অটুট থাকে। তারা একে অন্যের বাড়িতে যাতায়াত করতেন।

এক পর্যায়ে বাদলের সঙ্গে রেজাউলের স্ত্রী ফাতেমা বেগমের এবং রেজাউলের সঙ্গে বাদলের স্ত্রী নার্গিসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  তারা দু’জনই দুই সন্তানের মা। রেজাউল এক বছর আগে বাদলের স্ত্রী নার্গিসকে নিয়ে পালিয়ে যান এবং বিয়ে করেন। অন্যদিকে বাদল ছয় মাস আগে রেজাউলের সন্তান সম্ভবা স্ত্রী ফাতেমাকে নিয়ে পালিয়ে যান।

তবে বাদলের দ্বিতীয় স্ত্রী ফাতেমা গোপনে তার প্রথম স্বামী রেজাউলের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন। গত বুধবার (১৫ মে) দুপুরে রেজাউল তার সন্তানকে দেখতে বাদলের বাড়িতে যান। এতে বাদল ক্ষুব্ধ হন এবং রেজাউলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে রেজাউল তার বন্ধু বাদলকে হুমকি দিয়ে চলে যান। রাত ৮টার দিকে রেজাউল ফের বাদলের বাড়িতে গিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

বাদলের বাবা শহিদুল ইসলাম জানান, প্রথমে বাদলকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১২টার দিকে শজিমেকে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম জানান, ফেরিওয়ালা বাদল ও রেজাউল দু’জনই মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। বাদলের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাদলের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে রেজাউলসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

/টিটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি