কিচেন সিঙ্ক পরিষ্কার করতে
একটি লেবু মাঝখান থেকে দু টুকরা করুন। সিঙ্কের উপর লেবুর রস ছড়িয়ে সামান্য লবণ দিন। টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সিঙ্ক।
জানালার কপাট পরিষ্কার করতে
একটি আস্ত লেবুর রস মগে নিয়ে পানি ও বেকিং সোডা মেশান। মিশ্রণে কাপড় ডুবিয়ে জানালার কপাট পরিষ্কার করুন। নিমিষেই ঝকঝকে হয়ে যাবে জানালা।
মেঝে পরিষ্কার করতে
প্রথমে লেবুর রস মেঝেতে ছড়িয়ে দিন। তারপর একটি ভেজা কাপড় দিয়ে মেঝে মুছে ফেলুন। ১০ মিনিট পর ভিনেগার, পানি ও লেবুর মিশ্রণে মেঝে মুছে নিন। পরিষ্কার হওয়ার পাশাপাশি জীবাণুমুক্ত থাকবে মেঝে।
কমোডের সিট পরিষ্কার করতে
ব্যবহার করতে করতে কমোডের বসার অংশে হলদেটে দাগ পড়ে যায়। এই দাগ দূর করতে প্রথমে লেবুর রস ছিটিয়ে দিন দাগের উপর। তারপর বেকিং সোডা ছড়িয়ে তুলা দিয়ে পরিষ্কার করে ফেলুন দাগ।
/এনএ/