X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কিছু দল তাদের স্বার্থে নানা অশুভ কাজ করছে: কৃষি মন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২০, ২১:০৪আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:০৪

 



কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, সাম্প্রতিকালে কিছু কিছু দল, গোষ্ঠী তাদের স্বার্থকে প্রতিষ্ঠিত করার জন্য নানা অশুভ কাজ করছে। সাম্প্রদায়িক শক্তি এখনও ধর্মকে অপব্যবহার করে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন করছে। এই মানসিকতা থেকে তাদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার বাংলাবাজার এলাকার রেল-লাইন সংলগ্ন মহাশশ্মান ও কালীমন্দির ভার্চুয়াল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিরোধী তারা বিভিন্ন সময় সংখ্যালঘুদের ওপর হামলা, অত্যাচার, নির্যাতন করেছে। হিন্দু ধর্ম শান্তির বার্তা নিয়ে এসেছে উল্লেখ্য করে মন্ত্রী বলেন, নেত্রকোনা জেলা সম্প্রীতি, সাংস্কৃতিক ও রাজনীতির উর্বরভূমি। আমি যখন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি করেছি তখন এ জেলায় ছাত্রলীগ খুবই শক্তিশালী ছিল। তাদের অনেকেই বর্তমানে জেলা রাজনীতির সঙ্গে জড়িত, অনেকেই আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে। মাঝে মধ্যে নেত্রকোনায় আওয়ামী লীগের রাজনীতিতে ছোটখাটো বিভেদ ও দ্বন্দ্ব পীড়া দেয়। আশকরি সবাই হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করবেন।

মন্ত্রী বলেন, ন্যায়-প্রতিষ্ঠা, সুন্দর জীবন ও সম্প্রীতির জন্য হিন্দু, মুসলিম এবং অন্য ধর্মাবলাম্বীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় বিশেষ অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খসরু এমপি বলেন, এই শশ্মান নিয়ে বিভিন্ন সময় জটিলতা দেখা গেছে। তবুও আজ উদ্বোধনের মাধ্যমে নেত্রকোনা আবারও অসাম্প্রদায়িকতার স্বাক্ষর রেখেছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী বলেন, নেত্রকোনায় সব সময় হিন্দু, মুসলিমসহ সকল ধর্মের মানুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই-বন্ধুর মতো সববাস করেছে। তাই এখানে কোনও ধরনের উস্কানিতে যেন সাম্প্রদায়িক হানাহানি না হয় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ্ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আইনজীবী অসিত সরকার সজল, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, মহাশ্মশান কালীমন্দিরের সার্বিক সহযোগিতাকারী ও প্রধান পৃষ্ঠপোষক দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক রাজন ভট্টাচার্য, বাংলাবাজার রেললাইন সংলগ্ন মহাশ্মশান ঘাট ও কালীমন্দির কমিটির সভাপতি বাবুল সাহা প্রমুখ।
পরে প্রধান অতিথির পক্ষে ফিতা কেটে কালীমন্দিরের উদ্বোধন করেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালি। এ সময় এলাকার বিভিন্ন ধর্মের কয়েকশ স্থানীয় মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
ঘামে ভেজা ত্বকের যত্নে...
ঘামে ভেজা ত্বকের যত্নে...
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা