X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

পুরোপুরি ফিট নন ফেদেরার, অনিশ্চিত অস্ট্রেলিয়ান ওপেনে

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২০, ১৭:১৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৭:১৬

রজার ফেদেরার। এই বছরের শুরুতে বাম হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন রজার ফেদেরার। আশা করছিলেন, হয়তো অক্টোবরেই কোর্টে ফিরতে পারবেন। কিন্তু বুড়িয়ে যাওয়া শরীর যে তাল মিলিয়ে চলতে পারছে না! আশানুরূপ উন্নতি না হওয়ায় আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনেই প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ফেদেরার। এই বছরের সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে হারের পর তাকে আর কোর্টে দেখা যায়নি। এক বাম হাঁটুতেই অস্ত্রোপচার করিয়েছেন দু’বার। যৌথভাবে সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লামের মালিক তাই অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে নিজেই সংশয়ে আছেন। সুইজারল্যান্ডে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন, ‘আশা করেছিলাম, অক্টোবরেই শতভাগ ফিট হয়ে যাবো। কিন্তু আজও আমি পুরোপুরি ফিট নই। অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

তার পরেও আশা ছেড়ে দিচ্ছেন না ফেদেরার। বলেছেন, ‘এখন দেখা যাক পরবর্তী দুই মাসে কী হয়। উন্নতির জন্য প্রচুর ফিজিও নির্ভর কাজ করছি। এখন দেখা যাক টেনিস আমার জন্য কী রেখেছে।’

অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার কথা ১৮ জানুয়ারি। বলা হচ্ছে, করোনার কারণে সেটি পিছিযে যেতে পারে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তার পরেও তিন সপ্তাহের বিলম্ব খুব বেশি উপকারে আসবে না। ফেদেরার তাই বলেছেন, ‘সময়ের সঙ্গে যুদ্ধ বলা যেতে পারে। আমি এখন দেখতে চাই টুর্নামেন্টটা ৮ ফেব্রুয়ারি শুরু হয় কিনা। অবশ্য এটা ঠিক যে, আরও বেশি সময় পেলে সেটা আমার জন্য সুবিধারই হবে।’ 

বিগত ৭০ বছরের সেরা সুইস ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার জিতেছেন ফেদেরার। রবিবার তারই সম্মাননা পেয়েছেন। যাকে ‘অবিশ্বাস্য সম্মাননা’ বলেছেন সুইস কিংবদন্তি।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি