পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যালে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ক্যারম ডিসিপ্লিনের খেলা। সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত খেলায় ক্যারম এককে শিরোপা জিতেছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রাকিবুল হাসান। দ্বৈতে রাকিবুল হাসান-ডেইলি স্টারের আনিসুর রহমান জুটি চ্যাম্পিয়ন হলে দ্বিমুকুট অর্জন করেছেন রাকিবুল।
এছাড়া ক্যারম এককে রানার-আপ হয়েছেন আনিসুর রহমান। ডেইলি স্টারের রামিন তালুকদার তৃতীয় স্থান অর্জন করেন। দ্বৈত বিভাগে রানার্স-আপ হয়েছেন রামিন তালুকদার ও চ্যানেল আই অনলাইনের সাজ্জাদ হোসেন। ঢাকা ট্রিবিউনের ফজলে রাব্বি মুন ও আলী শাহরিয়ার আমিন বাপ্পা জুটি অর্জন করেছেন তৃতীয় স্থান।
বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, সহ-সভাপতি আরিফুর রহমান বাবু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবু সাদাত, সদস্য সচিব আরাফাত জোবায়েরসহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।