দীর্ঘদিন থেকে সিলেটের পাথর কোয়ারিগুলো বন্ধ রয়েছে। বন্ধ থাকার পরেও কোয়ারির মালিক শ্রমিকদের দিয়ে পাথর উত্তোলন করে যাচ্ছেন। সিলেটের কোম্পানি বন্ধ থাকা কোয়ারিতে পাথর উত্তোলন কাজে নিয়োজিত কংস বিশ্বাস (৪০) নামের এক শ্রমিক নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাদল সিংহ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সে কোম্পানীগঞ্জের মাঝেরগাঁও গ্রামের কালা সিংহের ছেলে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে নিহত কংস বিশ্বাসের স্ত্রী বাসন্তী বিশ্বাস হত্যার অভিযোগ এনে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩ জন এজাহার নামীয় ও ৫-৬জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নিহত কংস সিংহ কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুরের জীবনপুর গ্রামের মৃত গোপাল বিশ্বাসের ছেলে।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জাহান কাজল। তিনি জানান, নিহত কংস বিশ্বাসের স্ত্রী হত্যার অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে ৩ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন তিনি। এ মামলার প্রধান আসামমি বাদল সিংহকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, বন্ধ কোয়ারি থেকে অগোচরে পাথর উত্তোলন করার সময় মঙ্গলবার কোম্পানীগঞ্জের উৎমা কোয়ারিতে চাপা পড়ে বাদল সিংহ নিহত হন।