২০২০ সালের ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যালে ক্যারম একক ও দ্বৈত এবং কলব্রীজে চ্যাম্পিয়ন হয়ে উৎসবের সেরা খেলোয়াড় হয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান।
আজ (শনিবার) শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দেওয়া হয়েছে পুরস্কার। ক্যারম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও কলব্রীজ- এই পাঁচ ডিসিপ্লিন নিয়ে ছিল এবারের ক্রীড়া উৎসব।
পাঁচ দিনব্যাপী ইনডোর গেমসে বিভিন্ন ইভেন্টে জয়ীদের পাশাপাশি বিএসজেএ’র সিনিয়র সদস্যরা পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের শুভেচ্ছা পুরস্কার নেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন )। বিশেষ অতিথি ছিলেন দেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও ব্যাডমিন্টন কোচ ওয়াহিদুজ্জামান রাজু।
বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুমের সভাপতিত্বে আরও ছিলেন সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবু সাদাত ও সদস্য সচিব আরাফাত জোবায়ের।