X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ট্রাম্পকে গান স্যালুট দিতে রাজি নয় পেন্টাগন!

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১, ২০:২২আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৩:১৬
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মানজনক ২১টি গান স্যালুট দিয়ে বিদায় জানাতে রাজি হয়নি প্রতিরক্ষা দফতর পেন্টাগন। ট্রাম্পের এ ধরনের প্রস্তাব নাকচ করে দিয়েছে তারা। জ্যেষ্ঠ দুই প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে ডিফেন্স ওয়ান খবরটি জানিয়েছে।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তবে ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছেন শপথ অনুষ্ঠানে থাকবেন না তিনি। যুক্তরাষ্ট্রে রোনাল্ড রিগ্যানের শাসনামল থেকে দেখা গেছে সাধারণত প্রেসিডেন্টদের বিদায়ের সময় সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা তার সঙ্গে দেখা করতে যান। বিদায়ী প্রেসিডেন্টও তাদের জন্য ভাষণ দেন। সেনা সদস্যদের আত্ম বলিদানের প্রশংসা করেন। সম্প্রতি সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, বাইডেনের শপথের দিনে নিজের জন্য জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন ট্রাম্প। ম্যারিল্যান্ডে জয়েন্ট বেজ অ্যান্ড্রুসে এ অনুষ্ঠান আয়োজন করার কথা। সেখানে ট্রাম্পকে ব্যাপক সংবর্ধনা দেওয়ার ব্যাপারে আলোচনা চলছিলো। শোনা যাচ্ছিলো সেখানে ট্রাম্পকে দেওয়া হতে পারে লাল গালিচা সংবর্ধনা। সামরিক ব্যান্ড বাজানো এবং ২১টি গান স্যালুট দেওয়ার ব্যাপারেও আলাপ চলছে।

তবে প্রতিরক্ষাবিষয়ক সংবাদমাধ্যম ডিফেন্স ওয়ান জানিয়েছে, কমান্ডার ইন চিফ ট্রাম্পের জন্য কোনও বিদায়ী সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা নেই পেন্টাগনের। তারা তার জন্য ২১টি গান স্যালুট দিতে রাজি নয়।

এপির প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার শপথ অনুষ্ঠানেই আগেই ওয়াশিংটন ছাড়ার কথা ভাবছেন ট্রাম্প। অ্যান্ড্রুস বেজে বিদায়ী পার্টি রাখবেন তিনি। এরপর এয়ারফোর্স ওয়ান বিমানে করে ফ্লোরিডার একটি পাম বিচে চলে যাবেন ট্রাম্প। সেখানে মার-এ-লাগো রিসোর্টে তিনি তার পরবর্তী জীবন শুরু করবেন বলে জানা গেছে। হোয়াইট হাউসে বর্তমানে কর্মরত বেশ কয়েকজন সহযোগীও ওই রিসোর্টে তার জন্য কাজ করবেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
ট্রাম্পের কর বিল নিয়ে চূড়ান্ত ভোট আজ
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!