X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি নাই যে ইটের ঘর পাবো’

হিলি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১৯:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২০:০১

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে দিনাজপুরের হিলিতে পাকা বাড়িঘর পাচ্ছেন ১৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উপহার পেয়ে আবেগে আপ্লুত ও উচ্ছ্বসিত হয়েছেন এসব পরিবারের মানুষেরা। আগামী ২৩ শে জানুয়ারি সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হিলির বোয়ালদাড়ের পালি বটতলি গ্রামের গোলেনুর বেওয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নাতিকে নিয়ে মানুষের জায়গায় কুঁড়েঘর করে সেখানে থাকি। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমি ইটের ঘর পাবো, সরকার আমাক ইটের ঘর দিবে। আমি শেষ বয়সে ইটের ঘরে শুতবো (শোবো) এতে আমি খুব খুশি। এজন্য শেখ মুজিবুরের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।’

তার মতো আরেক পরিবারের সানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ভুমিহীন মানুষ, পরের জায়গায় ভাঙাচোরা বাড়ি-ঘর আছে, তাতে করে কোনোরকমে ছেলে-মেয়ে নিয়ে সেখানে কষ্ট করে থাকি। এখন এই যে সুন্দর বাড়ি ঘর দিচ্ছে এটা পেলে আমাদের খুব উপকার হবে। প্রধানমন্ত্রী আমাদেরকে যে সুযোগ সুবিধা দিছে এর চেয়ে আমাদের আর কী চাওয়া পাওয়ার আছে? সরকার আমাদেরকে যেটা করে দিচ্ছে এটাতে আমরা খুব সন্তুষ্ট।

সাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমি ভূমিহীন মানুষ, আমার কোনও বাড়ি-ঘর নেই, ঢাকাতে রিকশা চালিয়ে খাই। সরকার আমাদেরকে ইটের ঘর করে দিচ্ছে, আমরা স্বপ্নেও জানি না যে ইটের ঘর পাবো।

গুলনাহার নামের অপর উপকারভোগী বাংলা ট্রিবিউনকে বলেন, আমার বাড়ি-ঘর এমনকি নিজের বলতে কিচ্ছু নেই, খুব কষ্ট করে মানুষের জায়গায় থাকি। বৃষ্টি এলে খুউব কষ্ট হয় ছেলে-মেয়েকে নিয়ে। তারপরেও কষ্ট করে সেখানে থাকতাম। সরকার থেকে আমাদেরকে পাকা বাড়ি দিছে এতে করে আমার কষ্ট ঘুচবে।

আরেজন বেগম নামে এক নারী বাংলা ট্রিবিউনকে বলেন, এখন আমাদের খুব ভালো লাগছে শেখ হাসিনা আমাদেরকে এত বড় একটা সুযোগ দিছে, আমাদের মতো গরিব মানুষকে পাকা বাড়ি করে দিচ্ছে। আমরাতো গরিব মানুষ, সারাজীবনেও আমরা ইটের বাড়ি করতে পারতাম না। ঘর দেওয়াতে আমাদের মতো গরিব মানুষের খুব উপকার হয়েছে।
হাকিমপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিটি ঘর তৈরিতে ১ লাখ ৭১ হাজার টাকা করে বরাদ্দ পাওয়া গেছে। এই টাকা ব্যয়ে দুটি করে বেডরুম, ১টি করে টয়লেট, ১টি করে স্টোররুম কাম রান্নাঘর সম্বলিত একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে। এখানে ঘর তৈরিতে সব এক নম্বর ইট ব্যবহার করা হচ্ছে, এখানে দুই নম্বরি কোনও কিছু দেওয়ার বা করার কোনও সুযোগ নেই। সেজন্য আমাদের যে উপকারভোগী আছে তারা যেখানেই থাকেন তাদেরকে বলে দেওয়া আছে ও ক্ষমতা দেওয়া আছে এখানে যদি কোনোরকম খারাপ কিছু পায় সেগুলো দিয়ে যেন কাজ করতে দেওয়া না হয়।

মুজিববর্ষে ভূমিহীনদের ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে জানান, প্রধানমন্ত্রীর স্বপ্ন মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কিন্তু প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের হাকিমপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ১৪৫টি ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বরাদ্দ হয়েছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী সেই ঘর নির্মাণের কার্যক্রম নিয়মিত তদারকি করে একটি মানসম্পন্ন ঘর যেন গৃহহীনরা পায় সে লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঘর তৈরির ৮০ ভাগ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা গৃহহীন মানুষদের তাদের স্বপ্ন পূরণে তাদের একটি ঘর উপহার দিতে পারবো।

দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ এসব ঘর দেওয়া হচ্ছে। এই উপহার পেয়ে তারা খুব খুশি ও তারা প্রাণভরে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছে। তাদের কামনা এই প্রধানমন্ত্রী যেন দীর্ঘজীবী হয় ও মানুষের জন্য আরও বেশি কাজ করতে পারে। আমি ঘর পাওয়া পরিবারগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি তারা যেন তাদের সন্তানকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত হিসেবে গড়ে তুলে তাদের লেখাপড়ার দায়িত্ব অবশ্যই সরকার নেবে। একইসঙ্গে গুচ্ছগ্রামগুলোতে বসবাসকারীদের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য বিদ্যালয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল