X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অলিম্পিকের আগে হার্ড ইমিউনিটি অর্জন করতে পারবে না জাপান?

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ২১:২২আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৪:৩৯
image

নির্ধারিত সময়ের মধ্যে টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হলে ব্যাপকহারে টিকা প্রয়োগ করেও জাপান তার আগে হার্ড ইমিউনিটি অর্জন করতে পারবে না বলে পূর্বাভাস মিলেছে। লন্ডনভিত্তিক গবেষক রাসমাস বেক হানসেন বলেছেন, এশিয়ার সবচেয়ে বেশি পরিমাণ টিকা প্রয়োগের কর্মসূচি গ্রহণ করেও অক্টোবরের আগে দেশটির পক্ষে হার্ড ইমিউনিটি অর্জন করা সম্ভব হবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক এই বছরের জুলাই মাসে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২৩ জুলাই এর উদ্বোধন হওয়ার কথা রয়েছে। করোনাভাইরাসের মহামারির মধ্যে ক্রীড়া আসর নিয়ে উদ্বেগ থাকলেও আয়োজকরা যথাসময়ে এটি আয়োজসে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন আয়োজকেরা।

ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান এয়ারফিনিটি’র প্রতিষ্ঠাতা রাসমাস বেক হানসেন বলেছেন, ‘জাপান মনে হচ্ছে খেলা আয়োজনে দেরি করে ফেলবে। তিনি বলেন, ‘বর্তমানে তারা যুক্তরাষ্ট্র থেকে বহু (টিকা) আমদানির ওপর নির্ভর করছে। আর এই মুহূর্তে, মনে হচ্ছে না যে, তারা খুব সহজে এর বদলে অন্য টিকা, যেমন ফাইজারের টিকা আমদানি করতে পারবে।’

হার্ড ইমিউনিটি অর্জনের জন্য অন্তত ৭৫ শতাংশ মানুষের প্রতিরোধ ক্ষমতা অর্জনের দরকার।  গবেষক রাসমাস বেক হানসেন বলছেন, জাপানের এই পরিমাণ মানুষকে টিকা প্রদান করা অক্টোবরের আগে সম্ভব হবে না।

জাপান ইতোমধ্যে ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে মোট ৩১ কোটি ৪০ লাখ ডোজ টিকা কেনার আয়োজন করতে সক্ষম হয়েছে। এই পরিমাণ টিকা দেশটির ১২ কোটি ৬০ লাখ মানুষের জন্য যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে। তবে জাপান সময়মতো এসব টিকার সরবরাহ পাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

জাপানের টিকা কর্মসূচির প্রধান তারো কোনো গত সপ্তাহে জানিয়েছেন, দশ হাজার মেডিক্যাল কর্মীকে প্রয়োগের মাধ্যমে ফেব্রুয়ারিতে টিকাদান কর্মসূচি শুরু করতে পারবে তারা। তবে জুনের মধ্যে যথেষ্ট পরিমাণ টিকা সরবরাহ পাওয়ার লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি